Logo
Logo
×

আন্তর্জাতিক

আবারও ক্ষমতাচ্যুতকারীদের জবাবদিহির আহ্বান নওয়াজের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৩, ০২:০৩ পিএম

আবারও ক্ষমতাচ্যুতকারীদের জবাবদিহির আহ্বান নওয়াজের

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন নওয়াজ শরিফ (মাঝে)। ছবি: এক্সপ্রেস ট্রিবিউন

পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) প্রধান নওয়াজ শরিফ তাকে ক্ষমতাচ্যুত করার সঙ্গে জড়িতদের আবারও জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছেন।

জিও নিউজ জানিয়েছে, শনিবার লাহোরে পার্টির সংসদীয় বোর্ডের সভায় ভাষণ দেওয়ার সময় এ আহ্বান জানান  পিএমএল-এন সুপ্রিমো।

তিনি বলেন, ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত দেশটি উন্নতি লাভ করেছিল এবং অর্থনীতি ভাল ছিল। কিন্তু ভাল লোকদের অপসারণ করে পাকিস্তানকে আনাড়ি লোকদের হাতে তুলে দেওয়া হয়েছিল।

লন্ডনে চার বছরের স্বেচ্ছা নির্বাসন শেষে অক্টোবরে দেশে ফিরে আসার পর থেকে পিএমএল-এন নেতা তার ক্ষমতাচ্যুতির পেছনে থাকা ব্যক্তিদের জবাবদিহিতার জন্য এ নিয়ে দ্বিতীয়বারের মতো আহ্বান জানালেন।

এর একদিন আগে পিএমএল-এন দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সাথে কথা বলার সময় নওয়াজ শরিফ তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের এবং দেশকে ধ্বংস করার জন্য সাবেক জেনারেল ও বিচারকদের অভিযুক্ত করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবারের ভাষণের শুরুতেই নওয়াজ বলেন, যদিও তিনি দৃষ্টির বাইরে ছিলেন, তবুও দলের সদস্যরা হৃদয়ের খুব কাছে ছিলেন। তিনি সর্বদা তার বন্ধু ও সঙ্গীদের স্মরণ করেন বলেও উল্লেখ করেন।

পিএমএল-এন সুপ্রিমো বলেন, আমাদের সময়ে অর্থনীতি ভাল ছিল এবং দেশ উন্নয়নের শীর্ষে ছিল। আমরা এখনও প্রার্থনা করি দেশ চলমান সমস্যা থেকে বেরিয়ে আসুক।

পাকিস্তানের তিনবারের এই প্রধানমন্ত্রী বলেন, জাতির বুঝতে হবে যে, ২০১৯ সালে অর্থনৈতিক ধ্বংস শুরু হয়েছিল এবং ২০২২ সালের মধ্যে দেশের সবকিছু ভেঙে পড়েছে। শাহবাজ শরিফ (ছোট ভাই ও সর্বশেষ প্রধানমন্ত্রী) দায়িত্ব না নিলে দেশ খেলাপি হয়ে যেত।

প্রসঙ্গত আগামী বছরের ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে। তার আগে দলীয় মনোনয়ন দিচ্ছে দলটি। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে নওয়াজের দল দেশের উন্নয়নে কাজ করার বিষয়টি প্রাধান্য দিচ্ছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম