Logo
Logo
×

আন্তর্জাতিক

গাজায় যুদ্ধবিরতির দাবিতে লন্ডনে লাখো মানুষের বিক্ষোভ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৩, ১১:৫৫ এএম

গাজায় যুদ্ধবিরতির দাবিতে লন্ডনে লাখো মানুষের বিক্ষোভ

গাজায় যুদ্ধবিরতির দাবিতে লন্ডনে লাখো মানুষের বিক্ষোভ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গণহত্যার প্রতিবাদ এবং স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে ব্রিটিশ রাজধানী লন্ডনে। শনিবার তীব্র শীত উপেক্ষা করে লাখো  বিক্ষোভকারী প্রতিবাদ মিছিলে যোগ দেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, হাজার হাজার বিক্ষোভকারী শনিবার সেন্ট্রাল লন্ডনের ব্যাংক থেকে পার্লামেন্ট স্কয়ার পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন। এ সময় তারা ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির দাবি জানান।

খবরে বলা হয়েছে, মিছিলটি ব্যাংক জংশন থেকে শুরু হয়ে সেন্ট পলস ক্যাথেড্রাল এবং সমারসেট হাউসের পাশ দিয়ে বিকালে ওয়েস্টমিনস্টারে শেষ হয়।

সমাবেশ ও বিক্ষোভে নানা স্লোগান লেখা ফেস্টুন হাতে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আগতরা গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতি বাস্তবায়নের দাবি জানান।

এদিকে গত ৭ অক্টোবর থেকে গাজায় চলমান ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ১৭ হাজার ৭০০ লোক প্রাণ হারিয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জাতিসংঘ এ তথ্য জানিয়েছে। নিহতদের মধ্যে ৭০ শতাংশই নারী ও শিশু।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম