Logo
Logo
×

আন্তর্জাতিক

টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ারের’ তালিকায় যারা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৩, ০৭:১৮ পিএম

টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ারের’ তালিকায় যারা

যুক্তরাষ্ট্রের বিখ্যাত টাইম ম্যাগাজিনের ২০২৩-এর বর্ষসেরা ব্যক্তিত্ব বা ‘পারসন অব দ্য ইয়ার’ হিসেবে নির্বাচিত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। 

৪ ডিসেম্বর ৯জন প্রার্থীর নাম সামনে এসেছে। সেই তালিকায় রয়েছেন টেইলর সুইফট, ভ্লাদিমির পুতিন, প্রেসিডেন্ট শি জিনপিং, রাজা তৃতীয় চার্লস, ট্রাম্প প্রসিকিউটরস, সাম আল্টমান, জিরোম পাওয়েল, বার্বি, আর হলিউড স্ট্রাইকার্স।

কোনো বিশেষ ব্যক্তি, কোনো সংগঠন দেশজুড়ে যাদের প্রভাব সবচেয়ে বেশি তাদের গত ১২ মাসের কাজকর্মের উপর নজর রেখে এ তালিকা প্রস্তুত করা হয়। 

টাইম ম্যাগাজিনের যে তালিকাটি রয়েছে সেটি অনেকটি এ রকম

হলিউড স্ট্রাইকার্স: হলিউডের চিত্রনাট্য যারা লেখেন, অভিনেতারা গোটা বছর ধরে দারুন কাজকর্ম করেছেন। 

শি জিনপিং: চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।  তৃতীয়বারের মতো তিনি চেয়ারে বসেছেন।  চীনের সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি হিসাবে ধরা হয় তাকে। টাইমসের ২০১৭ সালেরও পারসন অফ দ্য ইয়ার ছিলেন তিনি। 

টেইলর সুইফট: গ্র্যামি পুরস্কার প্রাপক টেলর সুইফট। প্রচুর কনসার্ট করেছেন এবছর। পপ স্টার এর আগে ২০১৭ সালে পারসন অফ দ্য ইয়ার কভার হয়েছিলেন। 

সাম আল্টমান: ওপেন এআইয়ের সিইও। এই কোম্পানিই সামনে এনেছে চ্যাট জিপিটিকে। 

ট্রাম্প প্রসিকিউটরস: ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নানা অভিযোগ। সব মিলিয়ে তার বিরুদ্ধে ৯০টি অভিযোগ রয়েছে। 

বার্বি: বার্বি সিনেমা নিয়ে গোটা বিশ্ব জুড়েই যথেষ্ট আগ্রহী সিনেমাপ্রেমীরা। এখানে অভিনয় করছেন মার্গট রবি, রিয়ান গসলিং

ভ্লাদিমির পুতিন: রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। সেই ৯৯ সাল থেকে তিনি প্রেসিডেন্ট পদে রয়েছেন। 

রাজা তৃতীয় চার্লস: রাজা তৃতীয় চার্লস আবার ইংল্যান্ডের রাজ সিংহাসনে বসেছেন। 

জিরোম পাওয়েল: ফেডেরাল রিজার্ভের চেয়ারম্যান ছিলেন। আমেরিকায় মূল্য বৃদ্ধি রোধে তার বড় ভূমিকা রয়েছে। 

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম