Logo
Logo
×

আন্তর্জাতিক

নিউজিল্যান্ডের স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৩, ০৯:৫১ পিএম

নিউজিল্যান্ডের স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ

স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ করল নিউজিল্যান্ড। শুক্রবার দেশটির নতুন প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন এ ঘোষণা দেন। নিউজিল্যান্ডে হঠাৎ সাক্ষরতার হার হ্রাস পাওয়ায় এমন পদক্ষেপ নিচ্ছে দেশটির সরকার। 

ইতোমধ্যেই জানিয়ে দিয়েছেন, প্রথম ১০০ দিনের মধ্যেই স্কুলে ফোন নিষিদ্ধ করবেন তিনি। এতে করে শিক্ষার্থীরা পড়াশোনায় আরও মনোযোগী হবেন। 

তিনি বলেন, আমরা নিউজিল্যান্ডজুড়ে স্কুলে ফোন নিষিদ্ধ করতে যাচ্ছি। আমরা চাই আমাদের বাচ্চারা শিখুক এবং আমরা চাই আমাদের শিক্ষকরা শেখান।

২০২২ সালে ‘সাক্ষরতা সংকট নিয়ে’ সতর্ক করেছিলেন নিউজিল্যান্ডের শিক্ষা গবেষকরা। দেশটির ১৫ বছর বয়সিদের এক-তৃতীয়াংশের কম মানুষ পড়তে বা লিখতে পারে। সোমবার শপথ নেওয়ার পরই নিউজিল্যান্ডে বেশকিছু পরিবর্তনে কাজ করছেন লুক্সন। শপথ নিয়েই ধূমপান নিষেধাজ্ঞা আইনটি বাতিল করে বেশ সমালোচিতও হয়েছেন তিনি। এএফপি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম