জনসম্মুখে ধূমপান নিষিদ্ধ করল ফ্রান্স সরকার। এখন থেকে দেশটির সমুদ্রসৈকত, পার্ক, বন এবং স্কুলে ধূমপান করা যাবে না।
মঙ্গলবার ধূমপানবিরোধী কর্মসূচিতে স্বাস্থ্যমন্ত্রী অরেলিয়ান রুসো এ ঘোষণা দেন। এমনকি ধূমপান বন্ধে তামাকজাত দ্রব্যের মূল্যবৃদ্ধির কথা ভাবছেন দেশটির সরকার। খবর এএফপির।
সাংবাদিকদের সম্মেলনে তিনি বলেন, ‘এখন থেকে ধূমপানমুক্ত এলাকাই হবে আদর্শ। আমরা একটি নীতি প্রতিষ্ঠা করছি যা নিয়মে পরিণত হবে। সিগারেটের ওপর ট্যাক্স বাড়ানো হবে। ২০টি সিগারেটের একটি প্যাকেটের বর্তমান মূল্য প্রায় ১১ ইউরো যা ২০২৫ সালের মধ্যে ১২ ইউরো এবং পরের বছর ১৩ ইউরো পর্যন্ত বৃদ্ধি করা হবে।’
ফ্রান্সে ইতোমধ্যেই ৭,২০০টি তামাকমুক্ত এলাকা রয়েছে। তবে সেগুলোর বেশিরভাগই কেন্দ্রীয় সরকারের অধীনে নয়। রুসো আরও বলেন, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ যেমন প্রতিশ্রুতি দিয়েছিলেন, সরকারের লক্ষ্য ‘২০৩২ সালের মধ্যে প্রথম তামাকমুক্ত প্রজন্ম’ তৈরি করা।