পাকিস্তানের করাচিতে একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো অন্তত ২২ জন আহত হয়েছেন।
শনিবার ভোররাতে করাচির রশিদ মিনহাজ রোডের আরজে মলের দ্বিতীয় তলার আগুন দ্রুত ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় ছড়িয়ে পড়ে। জরুরি সেবার মাধ্যমে অন্তত ৩৫ জনকে উদ্ধার করা হয়েছে। আহতদের নিকটস্থ হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে।
আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বেশ কয়েকটি দোকান। জরুরি সেবাগুলো সেখানে উদ্ধার অভিযান শুরু করেছে এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কাছাকাছি ভবনগুলোতে বিদ্যুৎ সরবরাহ স্থগিত করা হয়েছে।
ফায়ার ব্রিগেড কর্মকর্তাদের প্রাথমিক প্রতিবেদন থেকে জানা গেছে, প্লাজায় অবস্থিত একটি জেনারেটর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, অগ্নিকাণ্ডের বেশ কিছুক্ষণ পর তা নিয়ন্ত্রণে এসেছে।
সিন্ধুর অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী বিচারপতি (অব.) মকবুল বাকির অগ্নিকাণ্ডে মর্মান্তিক প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।