Logo
Logo
×

আন্তর্জাতিক

কোরীয় উপদ্বীপে আবার উত্তেজনা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৩, ১০:৪১ পিএম

কোরীয় উপদ্বীপে আবার উত্তেজনা

মহাকাশে গোয়েন্দা উপগ্রহ উৎক্ষেপণ করতে যাচ্ছে উত্তর কোরিয়া। গত কয়েক দিন ধরে চলা নতুন এ উত্তেজনার মধ্যেই এ অঞ্চলে  রণতরী পাঠাল যুক্তরাষ্ট্র। 

দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী জানিয়েছে, মার্কিন বিমানবাহী রণতরী কার্ল ভিনসন মঙ্গলবার দেশটির বুসান শহরের একটি বন্দরে পৌঁছেছে। 

উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে প্রতিরোধক হিসাবে এটি এসেছে। এরই জের ধরে কোরীয় উপদ্বীপে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই সামরিক শক্তি উত্তর কোরিয়ার আগ্রাসনের বিরুদ্ধে একটি প্রতিরোধক হিসাবে কাজ করতে পারে। 

জাপানের কোস্ট গার্ডের বিবৃতি অনুযায়ী, উত্তর কোরিয়া ২২ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে হলুদ সাগর এবং পূর্ব চীন সাগরের দিকে একটি মহাকাশ গোয়েন্দা উপগ্রহ বহনকারী রকেট উৎক্ষেপণের পরিকল্পনার সময় এর আগমন ঘটে। উত্তর কোরিয়ার আগ্রাসন রোধ করার উদ্দেশ্যে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র চলতি বছরের এপ্রিল মাসে একটি চুক্তি স্বাক্ষর করে। যার ফলে এ বিমানবাহী রণতরী মোতায়েন করা হয়েছে। 

কার্ল ভিনসন ১৯৮২ সালে অনুমোদন করা হয়েছিল। এটি তৃতীয় নিমিৎজ-শ্রেণির সুপার ক্যারিয়ার। এতে ৫ হাজারেরও বেশি ক্রু সদস্য রয়েছে। ৬০টিরও বেশি বিমান বহন করতে পারে। এটি প্রায় তিনটি ফুটবল মাঠের দৈর্ঘ্যরে সমান। 

ইউনাইটেড স্টেটস প্যাসিফিক ফ্লিটের মধ্যে ৪০ বছরেরও বেশি সময়ের পরিষেবার ইতিহাসসহ এটি সবচেয়ে উলে­খযোগ্য কিছু ঘটনার সাক্ষী হয়েছে। ইউএসএস কার্ল ভিনসন অপারেশন ডেজার্ট স্ট্রাইক, অপারেশন ইরাকি ফ্রিডম, অপারেশন সাউদার্ন ওয়াচ এবং অপারেশন এন্ডুরিং ফ্রিডমের মতো গুরুত্বপূর্ণ অপারেশনেও অংশগ্রহণ করেছে। 

উল্লেখযোগ্যভাবে, ২০১১ সালে, ওসামা বিন লাদেনের মৃতদেহ কার্ল ভিনসনের ডেক থেকে সমুদ্রে ফেলা হয়েছিল। মঙ্গলবার উত্তর কোরিয়া আনুষ্ঠানিকভাবে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে বলেছে, ২ ডিসেম্বরের আগে তারা সর্বশেষ স্যাটেলাইট উৎক্ষেপণের চেষ্টা করবে। 

আরও বলেছে, তারা এই বছরের শুরুতে দুটি ব্যর্থ প্রচেষ্টার পর বুধবারের একটি গুপ্তচর উপগ্রহ উৎক্ষেপণের পরিকল্পনা করছে। এ মন্তব্যে কিশিদা বলেছেন, সরকার অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য প্রস্তুত। জাপানি প্রশাসনিক অঞ্চল ওকিনাওয়াতে স্ব-প্রতিরক্ষা বাহিনীর এজিস জাহাজ এবং পিএসি-৩ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইউনিট মোতায়েন করে সক্রিয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

তিনি সম্ভাব্য উৎক্ষেপণের তথ্য সংগ্রহ করতে এবং জনগণের সাথে যোগাযোগ নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। 

জাপান এবং দক্ষিণ কোরিয়ার উভয় সামরিক বাহিনীই উৎক্ষেপণের আগে উচ্চ সতর্কতা অবলম্বন করবে। প্রতিরক্ষার অংশ হিসাবে বুসানের নৌঘাঁটিতে ইউএসএস কার্ল ভিনসন বিমানবাহী রণতরী যোগ দেবে। 

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের প্রধান অপারেশন ডিরেক্টর ক্যাং হো-পিল সোমবার বলেছেন, ‘আমরা উত্তর কোরিয়াকে কঠোরভাবে সতর্ক করছি। আমাদের সতর্কতা সত্ত্বেও উত্তর কোরিয়া সামরিক রিকনেসান্স স্যাটেলাইট উৎক্ষেপণের সঙ্গে এগিয়ে গেলে, আমাদের সেনাবাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’ 

ব্রিটেন এবং দক্ষিণ কোরিয়া যৌথভাবে উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করবে। ব্রিটিশ সরকার মঙ্গলবার জানিয়েছে, চলতি সপ্তাহে তারা উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞাগুলো যৌথভাবে কার্যকর করার জন্য একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করবে। 

চুক্তিটি পূর্ব চীন সাগরে চোরাচালান প্রতিরোধে ব্রিটেনের রয়্যাল নেভি এবং দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ককে সমর্থন করবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম