Logo
Logo
×

আন্তর্জাতিক

শকুন ছেড়ে লাশ খুঁজছে ইসরাইল

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৩, ০৯:২২ পিএম

শকুন ছেড়ে লাশ খুঁজছে ইসরাইল

হামাসের অভিযান চালানো স্থানগুলোতে মাংসখেকো পাখি ছেড়ে লাশ খুঁজছে ইসরাইল। ঈগল, শকুন ও ট্র্যাকিং ডিভাইস লাগানো অন্যান্য শিকারি পাখি ইসরাইলের সেনাবাহিনীকে মৃতদেহ শনাক্ত করতে সহায়তা করছে। পাখির মাধ্যমে মরদেহের অবস্থান শনাক্তের ধারণা প্রথম প্রকাশ করে ইসরাইলের সেনাবাহিনীর মানবসম্পদ শাখার ‘ইআইটিএএন’ দল। নিখোঁজ সৈন্যদের শনাক্তকরণের কাজ করে থাকে ইআইটিএএন।  এনডিটিভি।

বিপন্ন গ্রিফন শকুন শনাক্তের একটি প্রকল্পের প্রধান ইসরাইলের প্রকৃতি ও উদ্যান কর্তৃপক্ষের বন্যপ্রাণী বিশেষজ্ঞ ওহাদ হাৎজোফে। গ্রিফন শকুনগুলো মূলত মৃত পশুপাখির মাংস খেয়ে বেঁচে থাকে। এ ছাড়া ওই প্রকল্পের আওতায় ঈগলের মতো অন্যান্য শিকারি পাখি নিয়েও কাজ করা হয়। সেগুলোও বেঁচে থাকতে মরদেহ খেয়ে থাকে। পাখির মাধ্যমে মৃতদেহ শনাক্তের ব্যাপারে ওহাদ বলেন, যুদ্ধ শুরুর প্রথম দিকে ইআইটিএএন ইউনিটে কাজ করা কিছু সংরক্ষক আমার সঙ্গে যোগাযোগ করেছে। মৃতদেহ শনাক্ত করতে পাখি কোনোভাবে সাহায্য করতে পারে কিনা তা জানতে চেয়েছিল তারা’। 

গত ২৩ অক্টোবর একটি বিরল সামুদ্রিক ঈগল গাজা উপত্যকার কাছাকাছি ইসরাইলের বেরি এলাকায় পাওয়া গিয়েছিল বলে জানান তিনি। ওহাদ বলেন, ঈগলের শরীরে লাগানো ট্র্যাকিং ডিভাইস থেকে পাওয়া তথ্য আমি সেনাবাহিনীর কাছে পাঠিয়েছি। পরবর্তী সময়ে ওই এলাকায় গিয়ে ইসরাইলের সেনাবাহিনী চারটি মরদেহ পেয়েছে।’ ইসরাইলের অভ্যন্তরে আরও কয়েকটি লাশ খুঁজতে সহায়তা করেছে আরেকটি পাখি বোনেলি ঈগল। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম