Logo
Logo
×

আন্তর্জাতিক

মার্কিন সিনেটে আটকে গেল ইসরাইলের সামরিক সহায়তা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৩, ১১:৫৪ এএম

মার্কিন সিনেটে আটকে গেল ইসরাইলের সামরিক সহায়তা

ছবি: সংগৃহীত

চলমান সংঘাতের মধ্যে ইসরাইলকে জরুরি সামরিক সহায়তা দিতে মার্কিন প্রতিনিধি পরিষদে পাশ হওয়া একটি বিল আটকে দিয়েছে সিনেট। 

মঙ্গলবার (৭ নভেম্বর) প্রস্তাবটি সিনেটে তোলা হলে তা আটকে দেন ডেমোক্র্যাট সদস্যরা। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে ইসরাইলকে এক হাজার ৪৩০ কোটি মার্কিন ডলার সামরিক সহায়তা দিতে একটি বিল পাশ করে রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ। এর মধ্যে স্বল্পপাল্লার রকেট হামলা মোকাবিলায় আয়রন ডোম ও ডেভিড স্লিং প্রতিরক্ষাব্যবস্থা কিনতে ৪০০ বিলিয়ন ডলার দেওয়ার কথা বলা হয়েছে।

কিন্তু এ বিলে ইউক্রেনের জন্য কোনো অর্থ সহায়তা রাখেননি রিপাবলিকান সদস্যরা। যদিও ইসরাইলের পাশাপাশি ইউক্রেনকেও অর্থ সহায়তা দিতে চান ডেমোক্র্যাটরা। ফলে সিনেটে বিলটি তোলা হলে সেখানে ডেমোক্র্যাটদের বিরোধিতার মুখে পড়বে বলে আগেই সতর্ক করেছিলেন অনেকে।

রিপাবলিকান সিনেটর রজার মার্শাল বলেন, ‘সময়ের কথা বিবেচনা করে ইসরাইলের জন্য জরুরি এ সহায়তা অনুমোদনে সিনেটের একদম দেরি করা উচিত হবে না।’

তবে রিপাবলিকানদের এমন প্রস্তাবের বিরোধিতা করে ইসরাইলের পাশাপাশি ইউক্রেনকে অর্থ সহায়তা দেওয়ার বিষয়ে জোর দিয়েছেন ডেমোক্র্যাটরা। এ ছাড়া মানবিক সহায়তা, সীমান্ত নিরাপত্তা তহবিল এবং চীনকে মোকাবিলার জন্য ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ১০৬ বিলিয়ন ডলার সহায়তার একটি প্রস্তাব মার্কিন কংগ্রেসে পাঠিয়েছেন বাইডেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম