Logo
Logo
×

আন্তর্জাতিক

গাজা ইস্যুতে রাশিদা তালিবের পাশে দাঁড়ালেন যে কংগ্রেসম্যান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৩, ০৩:৪৯ পিএম

গাজা ইস্যুতে রাশিদা তালিবের পাশে দাঁড়ালেন যে কংগ্রেসম্যান

কংগ্রেসে রাশিদা তালিব। ছবি: সংগৃহীত

গাজায় ইসরাইলের নৃশংস হামলা ও তা সমর্থন করায় মার্কিন সরকারের সমালোচনা করায় তোপের মুখে পড়েছেন ফিলিস্তিন-আমেরিকান আইনপ্রণেতা রাশিদা তালিব। তার বিরুদ্ধে মার্কিন কংগ্রেসে নিন্দা প্রস্তাব পাস হয়েছে।

এই অবস্থায় ফিলিস্তিনি বংশোদ্ভূত এই আইনপ্রণেতার পাশে দাঁড়িয়েছেন মার্কিন কংগ্রেসম্যান যিশু ‘চুই’ গার্সিয়া। রাশিদা তালিবের প্রতি সমর্থন জানিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (আগের টুইটার) একটি পোস্ট শেয়ার করেছেন। মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভস রাশিদার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশের পর এই পোস্ট করেন তিনি।

শিকাগো থেকে প্রতিনিধিত্ব করা এই ডেমোক্র্যাট বলছেন, ‘কংগ্রেশনাল নিন্দা অত্যন্ত বিরল- বিশেষ করে রাজনৈতিক বক্তৃতার জন্য।’

গার্সিয়া আরও বলেছেন, ‘(তালিবের) নিন্দা কংগ্রেসে নারীদের নীরব ও বিপন্ন করার একটি প্যাটার্নের পুনরাবৃত্তি করে, যারা মানবতার পক্ষে কথা বলার জন্য দাঁড়িয়েছেন।’

এর আগে মঙ্গলবার রাতে মিশিগান থেকে তিন মেয়াদে নির্বাচিত ডেমোক্রেটিক কংগ্রেসওম্যান রাশিদা তালিবের নিন্দা করতে যে প্রস্তাব আনা হয় তা ২৩৪-১৮৮ ভোটে পাশ হয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, গত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর থেকে গাজায় অব্যাহত ইসরাইলি আক্রমণের বিষয়ে রাশিদা তালিবের সমালোচনাকে ইসরাইল রাষ্ট্রকে ধ্বংস করার আহ্বান বলে অভিযোগ তোলা হয়েছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম