Logo
Logo
×

আন্তর্জাতিক

বেসামরিক ইসরাইলিদের হত্যার অভিযোগ, যা বলছে হামাস

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৩, ০৪:৪০ পিএম

বেসামরিক ইসরাইলিদের হত্যার অভিযোগ, যা বলছে হামাস

নিহতদের স্মরণে জড়ো হওয়া ইসরাইলিরা। ছবি: বিবিসি

ইসরাইলের বেসামরিক নাগরিকদের হত্যার অভিযোগ অস্বীকার করেছে হামাস। দলটির অন্যতম শীর্ষ নেতা মুসা আবু মারজুক এ দাবি করেছেন। 

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, হামাস ইসরাইলে হামলার সময় কোনো নারী, শিশু ও বেসামরিক ব্যক্তিকে টার্গেট করেনি। কেবল ইসরাইলি সৈন্যরাই হামাসের হামলার লক্ষ্যবস্তু ছিল। 

ইসরাইল থেকে নিয়ে যাওয়া জিম্মিদের ব্যাপারে জানতে চাইলে আবু মারজুক বলেন, আমরা তাদের ছেড়ে দিতে চাই কিন্তু যুদ্ধের কারণে তাদের মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না। 

শর্ত দিয়ে তিনি বলেন, আমরা তাদের মুক্তি দেব, কিন্তু তার আগে আমাদের এই যুদ্ধ বন্ধ করতে হবে।

আবু মারজুক হামাসের রাজনৈতিক শাখার উপপ্রধান। যুক্তরাজ্য সন্ত্রাসবিরোধী আইনে তার বিপুল পরিমাণ সম্পদ জব্দ করেছে। গত শনিবার একটি উপসাগরীয় দেশে বসে তার সাক্ষাৎকার নেয় বিবিসি। 

৭ অক্টোবরের হামলার পর আবু মারজুকই হামাসের প্রথম শীর্ষ নেতা, যিনি কোনো পশ্চিমা সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন।

ইসরাইলের দাবি, গত ৭ অক্টোবর হামাস সুরক্ষিত সীমানা ভেঙে ইসরাইলে প্রবেশ করে যে হামলা চালিয়েছিল, তাতে অন্তত ১ হাজার ৪০০ জন নিহত হয়েছে, যাদের প্রায় সবাই বেসামরিক। সেই বিবেচনায় হামাসের এই শীর্ষ নেতার দাবি ইসরাইলের দাবির বিপরীত।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম