Logo
Logo
×

আন্তর্জাতিক

স্টুডিওতে ঢুকে লাইভ অনুষ্ঠানে উপস্থাপককে গুলি করে হত্যা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৩, ০৬:৪৬ পিএম

স্টুডিওতে ঢুকে লাইভ অনুষ্ঠানে উপস্থাপককে গুলি করে হত্যা

ফিলিপাইনে সরাসরি সম্প্রচারে থাকা অবস্থায় এক রেডিও উপস্থাপককে গুলি করে হত্যা করা হয়েছে। হত্যার শিকার ওই ব্যক্তির নাম জুয়ান জুমালোন। তিনি ডিজে জনি ওয়াকার নামেও পরিচিত। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার সকাল সাড়ে ৫টার দিকে ফেসবুকে সরাসরি সম্প্রচারিত একটি অনুষ্ঠানে ছিলেন জনি। এ সময় সন্দেহভাজন হত্যাকারী তার রেকর্ডিং বুথে প্রবেশ করে এবং গুলি করে। 

ক্যালাম্বা পৌরসভার পুলিশ প্রধান ক্যাপ্টেন দেওরে রাগোনিও বলেছেন, জুয়ান জুমালন (৫৭) দক্ষিণাঞ্চলীয় দ্বীপ মিন্দানাওতে তার বাড়িতে অবস্থিত স্টুডিওতে ছিলেন যখন একজন বন্দুকধারী তাকে মাথায় গুলি করে।

পুলিশ জানিয়েছে, হত্যাকারীকে শনাক্ত করার জন্য তারা ইতোমধ্যেই জনির বাড়ির আশপাশে থাকা বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। গুলিবিদ্ধ হওয়ার পর জনিকে তার স্ত্রী দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকেরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই জনির মৃত্যু হয়েছে। 

ফিলিপাইনের ন্যাশনাল ইউনিয়ন ফর জার্নালিস্টের তথ্য অনুযায়ী, ২০২২ সালের জুনে মার্কোস জুনিয়র দেশটির প্রেসিডেন্ট হওয়ার পর থেকে এখন পর্যন্ত চার সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।  

এই হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট মর্কোস জুনিয়র। 
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম