Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরাইলি হামলায় ধ্বংস হয়ে গেছে গাজার অর্ধেক ঘরবাড়ি 

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৩, ০৬:৩৪ এএম

ইসরাইলি হামলায় ধ্বংস হয়ে গেছে গাজার অর্ধেক ঘরবাড়ি 

ইসরাইলি হামলায় শেষ সম্বল বলতে যা ছিল তার সবই যেনো হারিয়ে ফেলছে গাজায় বসবাস করা ফিলিস্তিনিরা। একে একে চোখের সামনেই শেষ হয়ে যাচ্ছে তাদের প্রিয়জন। বোমার পর বোমায় ধুলোয় মিশে যাচ্ছে তাদের মাথা গোঁজার ঠাই, শেষ আশ্রয়। 

পশ্চিম তীর নিয়ন্ত্রিত ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব বলছে, গাজার ৫০ শতাংশের বেশি বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। প্রায় ৭০ শতাংশ মানুষ বাস্তুহারা হয়েছেন। ৩৫ হাসপাতালের ১৬টির কার্যক্রম বন্ধ।

ইউএনআরডব্লিউএ'র ৪২টি ভবন ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত। আর ৭টি গির্জা ও ৫৫ মসজিদও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইসরাইল জানিয়েছে, ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় তারা ১১ হাজার টার্গেট লক্ষ্য করে হামলা চালিয়েছে, ফেলেছে দশ হাজারের বেশি বোমা। 

সূত্র: বিবিসি 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম