Logo
Logo
×

আন্তর্জাতিক

পরমাণু অস্ত্র পরীক্ষার বিধিনিষেধ তুলে নিল রাশিয়া

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৩, ০৭:১০ পিএম

পরমাণু অস্ত্র পরীক্ষার বিধিনিষেধ তুলে নিল রাশিয়া

পরমাণু অস্ত্র পরীক্ষার বিধিনিষেধ তুলে নিল রাশিয়া। এ সংক্রান্ত একটি আইনে স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোর দাবি, এই আন্তর্জাতিক চুক্তি অনুমোদন করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র টালবাহানা করছে। সেজন্যই তারা এ আন্তর্জাতিক চুক্তি থেকে সরে এলো।

গত মাসে রাশিয়ার পার্লামেন্ট এ চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্ত অনুমোদন করেছিল। পুতিনের দাবি, রাশিয়ার এ চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্ত আসলে যুক্তরাষ্ট্রের সামনে আয়না ধরার মতো।

কম্প্রিহেনসিভ টেস্ট ব্যান ট্রিটি (সিটিবিটি) ১৯৯৬ সালে গ্রহণ করা হয়েছিল। এতে বলা হয়েছিল, নতুন করে আর পরমাণু অস্ত্র পরীক্ষা করা যাবে না; কিন্তু যুক্তরাষ্ট্র এ চুক্তি অনুমোদন করেনি। তবে তারা চুক্তি বাস্তবে মেনে চলেছে। এছাড়া চীন, ভারত, পাকিস্তান, ইসরাইল, মিসর, উত্তর কোরিয়া, ইরানও এ চুক্তি অনুমোদন করেনি।

পুতিনের দাবি, কিছু বিশেষজ্ঞ পরমাণু অস্ত্র পরীক্ষা করতে চান; কিন্তু তিনি এখনো কোনো মতামত বা সিদ্ধান্ত নেননি। তবে রাশিয়ার পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, যুক্তরাষ্ট্র নতুন করে পরমাণু অস্ত্র পরীক্ষা না করলে রাশিয়াও করবে না।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম