Logo
Logo
×

আন্তর্জাতিক

গাজা ইস্যুতে ভাষণ দেবেন হিজবুল্লাহপ্রধান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৩, ০২:৫৯ পিএম

গাজা ইস্যুতে ভাষণ দেবেন হিজবুল্লাহপ্রধান

ছবি: সংগৃহীত

ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কয়েক সপ্তাহের নীরবতা ভেঙে লেবাননের হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহ জুমার পর জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

রয়টার্স নিউজ এজেন্সি অনুসারে, ইসরাইলি বোমা হামলায় নিহত যোদ্ধাদের স্মরণে শুক্রবার বিকাল ৩টায় বৈরুতের দক্ষিণ শহরতলিতে, হিজবুল্লাহর শক্ত ঘাঁটি একটি ইভেন্টের অংশ হিসাবে নাসরুল্লাহর ভাষণ প্রচার করা হবে।

তিন সপ্তাহ আগে ইসরাইলে হামাসের হামলার পর থেকে লেবাননের দক্ষিণ সীমান্তে উত্তেজনা বেড়েছে। হামাসের মিত্র হিজবুল্লাহও ইসরাইলের সঙ্গে সরাসরি যুদ্ধে লিপ্ত হয়েছে।

ইসরাইলে হামাস ৭ অক্টোবর আক্রমণের মধ্য দিয়ে দুদেশের সংঘাত শুরু হয়। পরিপ্রেক্ষিতে পাল্টা আক্রমণ শুরু করে ইসরাইল। টানা চার সপ্তাহের বেশি সময় ধরে ফিলিস্তিনে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী।  

এদিকে সংঘাত শুরুর পর ইসরাইল সফর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে হামাসের বিরুদ্ধে অভিযোগ করেন। তা ছাড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন তিনবার সফর করেছেন। সর্বশেষ শুক্রবার দেশটিতে পা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এবারের সফর নিয়ে ধারণা করা হচ্ছে, ইসরাইলে যুদ্ধবিরতিতে গুরুত্ব দিতে বলতে পারেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম