Logo
Logo
×

আন্তর্জাতিক

লোহিত সাগরে মিসাইল বোট পাঠাল ইসরাইল

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৩, ০৯:৩৮ পিএম

লোহিত সাগরে মিসাইল বোট পাঠাল ইসরাইল

ইয়েমেনে ইরান-সমর্থিত হুথিদের হামলার পর ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) লোহিত সাগরে মিসাইল বোট পাঠিয়েছে। 

আইডিএফ বলেছে, মঙ্গলবার পরিস্থিতির মূল্যায়ন অনুসারে ও এলাকায় প্রতিরক্ষা প্রচেষ্টা বৃদ্ধির অংশ হিসাবে জাহাজগুলো মোতায়েন করা হয়েছে। বুধবার প্রকাশিত রয়টার্সের প্রতিবেদনে এ খবর পাওয়া যায়।

মঙ্গলবার সামরিক বাহিনী ইয়েমেন থেকে ইসরাইলে উৎক্ষেপণ করা একটি ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোনকে বাধা দেয়। দক্ষিণাঞ্চলীয় শহর ইলাতের কাছে বুধবার ভোরে আরেকটি লক্ষ্যবস্তু আটক করেছে বলেও জানা যায়। 

সামরিক বাহিনী বলেছে, এই অঞ্চলে হুথিদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য তাদের বেশ কয়েকটি স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। মার্কিন সামরিক বাহিনীও লোহিত সাগর অঞ্চলে মোতায়েন করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম