Logo
Logo
×

আন্তর্জাতিক

বলিভিয়ার পর ইসরাইলের বিরুদ্ধে আরও দুই দেশের কূটনৈতিক পদক্ষেপ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৩, ০৮:৩৬ পিএম

বলিভিয়ার পর ইসরাইলের বিরুদ্ধে আরও দুই দেশের কূটনৈতিক পদক্ষেপ

দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। ফিলিস্তিনের গাজায় ইসরাইলের নির্বিচার হামলার কারণে মঙ্গলবার এ সিদ্ধান্ত নিয়েছে। 

অন্যদিকে প্রতিবেশী দেশ কলম্বিয়া এবং চিলিও গাজায় বেসামরিক মানুষের মৃত্যুর নিন্দা জানিয়ে ও যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে পরামর্শের জন্য তাদের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করেছে। খবর আলজাজিরার।

বলিভিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী ফ্রেডি মামানি এক সংবাদ সম্মেলনে বলেন, বলিভিয়া গাজা উপত্যকায় সংঘটিত আগ্রাসী ও অসামঞ্জস্যপূর্ণ ইসরাইলি সামরিক হামলার নিন্দায় ইসরাইলি রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। 

প্রেসিডেন্সির মন্ত্রী মারিয়া নেলা প্রাদাও বলেছেন, গাজায় মানবিক সাহায্য পাঠানো হবে। আরও বলেন, আমরা গাজা উপত্যকায় হামলা বন্ধ করার দাবি জানাচ্ছি, যা এ পর্যন্ত হাজার হাজার বেসামরিক মানুষের মৃত্যু ও ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করেছে। 

এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকা পরিচালনাকারী সশস্ত্র সংগঠন হামাস বলিভিয়ার সিধন্তিকে স্বাগত জানিয়েছে। পাশাপাশি তেল আবিবের সঙ্গে তাদের সম্পর্ক স্বাভাবিক করেছে-এমন আরব দেশগুলোকেও একই কাজ করার আহ্বান জানিয়েছে। 
ঐতিহাসিকভাবে লাতিন আমেরিকার কিছু দেশ ফিলিস্তিনির প্রতি সহানুভুতি দেখিয়েছে। 

চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক ইসরাইলকে আন্তর্জাতিক মানবিক আইনের অগ্রহণযোগ্য লঙ্ঘন এবং গাজার জনগণের সম্মিলিত শাস্তিনীতি অনুসরণ করার জন্য অভিযুক্ত করেছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম