Logo
Logo
×

আন্তর্জাতিক

ফিলিস্তিনিদের জন্য রাফাহ ক্রসিং কি আজ খুলছে?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৩, ০১:৪৪ পিএম

ফিলিস্তিনিদের জন্য রাফাহ ক্রসিং কি আজ খুলছে?

গত ৭ অক্টোবর থেকে বন্ধ রয়েছে রাফাহ ক্রসিং, যদিও গাজায় সীমিত ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দেওয়ায় আংশিকভাবে কয়েক দিনের জন্য এটি খোলা হয়। ছবি: আনাদোলু

মিশর ও গাজা উপত্যকার মধ্যে রাফাহ সীমান্ত ক্রসিং খুলে দেওয়ার খবর বেরিয়েছে। আজ বুধবার (১ নভেম্বর) বেশ কয়েকজন আহত ফিলিস্তিনিকে মিশরের হাসপাতালে চিকিৎসার জন্য খুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গতকাল মঙ্গলবার ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রাফাহ সীমান্ত ক্রসিংয়ে প্রচুর অ্যাম্বুলেন্স জড়ো হয়েছে। 

মিশরীয় এক চিকিৎসা কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যমটি বলেছে, চিকিৎসক দলগুলি কেসগুলি পরীক্ষা করার জন্য ক্রসিংয়ে উপস্থিত থাকবে... এবং তারা কাকে কোন হাসপাতালে পাঠানো হবে তা নির্ধারণ করবেন।

চিকিৎসা কর্মকর্তা আরও বলেছেন, রাফাহ থেকে প্রায় ১৫ কিলোমিটার (৯ মাইল) দূরের উত্তর সিনাইয়ের শেখ জুয়েদ শহরে আহত ফিলিস্তিনিদের চিকিৎসা দেওয়ার জন্য একটি ফিল্ড হাসপাতাল তৈরি করা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম