Logo
Logo
×

আন্তর্জাতিক

প্যারিসে বোরকা পরা নারীকে পুলিশের গুলি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৩, ১১:০৪ পিএম

প্যারিসে বোরকা পরা নারীকে পুলিশের গুলি

ফ্রান্সের কাউন্টার টেরোরিজম পুলিশ প্যারিসের মেট্রো স্টেশনে বোরকা পরা এক নারীকে গুলি করেছে। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়। 

ফ্রান্সের সরকার জানিয়েছেন, ট্রেনের যাত্রীরা ওই সময় জিহাদি স্লোগান দিচ্ছিলেন। একটি পুলিশ সূত্র বিবিসিকে জানিয়েছে, বোরকা পরা ওই নারী হুমকিমূলক আচরণ করছিলেন। সেই সময় তিনি পুলিশের নির্দেশ মানতেও অস্বীকার করেন। এজন্য পুলিশ গুলি চালাতে বাধ্য হয়। 

সরকারি মুখপাত্র অলিভিয়ার ভেরান বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘বিবলিওথেক ন্যাশনাল ডি ফ্রান্স স্টেশনে সম্পূর্ণ পর্দানশিন নারীকে গুলি করা হয়েছে। কর্মকর্তাদের আর কোনো উপায় ছিল না।’ 

ফায়ার সার্ভিস জানিয়েছে, ওই নারীর পেটে গুলি লেগেছে। তাকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার পর মেট্রো স্টেশনটি খালি করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা। 


 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম