চীনের সাবেক প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের আকস্মিক ও অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংকে লেখা এক চিঠিতে প্রধানমন্ত্রী প্রয়াতের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শেখ হাসিনা ২০১৪ ও ২০১৯ সালে চীন সফরকালে লি কেকিয়াংয়ের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে মতবিনিময়ের কথা চিঠিতে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সহযোগিতার ক্ষেত্রে লি কেকিয়াংয়ের আগ্রহ ও প্রতিশ্রুতি তাকে আমাদের একজন সত্যিকারের বন্ধু হিসাবে প্রমাণ করেছে।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশের সরকার ও জনগণ চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে লি কেকিয়াংয়ের অবদানকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।
চিঠিতে প্রয়াত প্রধানমন্ত্রী লি কেকিয়াং চীনের সমৃদ্ধি ও চীনা জনগণের কল্যাণে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দূরদর্শী নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে শেখ হাসিনা উল্লেখ করেন।
তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশ ও চীন পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক উপভোগ করে এবং আমাদের জনগণের সমৃদ্ধি ও কল্যাণে এ সম্পর্ক গড়ে উঠেছে।
তিনি চীনের সঙ্গে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করেন এবং উভয় দেশের সম্পর্ক ‘সহযোগিতার কৌশলগত অংশীদারিত্ব’-এর পর্যায়ে উন্নীত হয়েছে বলে মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী চীনের প্রয়াত প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের ভ‚মিকা ও অবদানের কথা স্মরণ করে বর্তমান চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন।