Logo
Logo
×

আন্তর্জাতিক

এটা যুদ্ধ নয়, গণহত্যা: লুলা দ্য সিলভা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩, ০৪:৫৭ পিএম

এটা যুদ্ধ নয়, গণহত্যা: লুলা দ্য সিলভা

গাজায় যুদ্ধ নয়, গণহত্যা চালাচ্ছে ইসরাইল। এমন মন্তব্য করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা। তিনি বলেছেন, গাজায় যেটা হচ্ছে সেটা যুদ্ধ নয়, বরং গণহত্যা। কারণ এতে হাজার হাজার শিশু প্রাণ হারাচ্ছে। খবর আলজাজিরার। 

ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, এ মুহূর্তে মধ্যপ্রাচ্যে যা হচ্ছে তা মরাত্মক। কে দায়ী বা কারা ভুল সেটা আলোচনার বিষয় নয়। সমস্যাটা হচ্ছে এটা যুদ্ধ নয়, এটা গণহত্যা। কারণ এতে দুই হাজারের বেশি শিশু মারা গেছে। কোনো অপরাধ না করেও তারা ভুক্তভোগী।

গত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর গাজায় নৃশংসতা শুরু করে ইসরাইল। এতে এ পর্যন্ত সাড়ে ছয় হাজারের বেশি ফিলিস্তিনি মারা গেছেন। এর মধ্যে শিশু রয়েছে দুই হাজার ৭০৪। তাছাড়া আহত হয়েছে ১৭ হাজার ৪৩৯ জন।

সবশেষ খবর অনুযায়ী, গাজার উত্তরাঞ্চলে ট্যাঙ্ক ব্যবহার করে রাতভর ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু’তে অভিযান চালিয়েছে ইসরাইলি ডিফেন্স ফোর্স (আইডিএফ)। তারা বলছে, যুদ্ধের পরবর্তী ধাপের প্রস্তুতির অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। ইসরাইলের দাবি, অনেক সন্ত্রাসী সেল ও অবকাঠামোতে অভিযান চালানো হয়েছে।

একটি ভিডিওতে দাবি করা হয়েছে, অভিযান চালানোর পর সৈন্যরা ওই এলাকা ত্যাগ করে ইসরাইলের ভূখণ্ডে ফিরে এসেছে। এর আগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, ইসরাইল গাজায় স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। কিন্তু এ অভিযান কখন চালানো হবে সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানাতে রাজি হননি তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম