Logo
Logo
×

আন্তর্জাতিক

গাজায় হামলার কাভারেজ: আল জাজিরাকে ‘সতর্ক’ করল যুক্তরাষ্ট্র

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩, ০৪:৫১ পিএম

গাজায় হামলার কাভারেজ: আল জাজিরাকে ‘সতর্ক’ করল যুক্তরাষ্ট্র

আল জাজিরার কার্যালয়। ছবি: অ্যাক্সিয়স

ইসরাইল-গাজা সংঘাত শুরুর পর থেকে ইসরাইলের বর্বরতা তুলে ধরছে কাতারের আল জাজিরা টেলিভিশন নেটওয়ার্ক। বিষয়টি পছন্দ করছে না মার্কিন প্রশাসন। আর তাই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন কাতার সরকারকে এ বিষয়ে সতর্কতামূলক বার্তা দিয়েছেন। বিষয়টিকে দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল বলে মনে করা হচ্ছে।

খোদ মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিয়স গতকাল বুধবার এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। 

কয়েকটি সূত্রের বরাত দিয়ে এতে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কাতার সরকারকে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের সাথে সম্পর্ক পরিবর্তন করতে বলেছেন। সম্প্রতি কাতার সফরের সময় তিনি এই পরিবর্তনের কথা বলেন। 

ব্লিঙ্কেন গত সোমবার আমেরিকার ইহুদি সম্প্রদায়ের নেতাদের একটি গ্রুপের সঙ্গে বৈঠকের সময় কাতারকে সতর্কবার্তা দেওয়ার কথা জানান। বৈঠকে অংশ নেওয়া তিন ব্যক্তির বরাত দিয়ে অ্যাক্সিয়স এ রিপোর্ট করেছে। 

ইসরাইলে হামাসের অভিযানের কয়েকদিন পর গত ১৩ অক্টোবর দোহা সফর করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। 

অ্যাক্সিয়সের তথ্য অনুসারে, সফরের সময় ব্লিঙ্কেন কাতার সরকারকে হামাসের প্রতি ‘তার প্রকাশ্য দৃষ্টিভঙ্গি পরিবর্তন’ করতে বলেন। এই পরিবর্তন কীভাবে করা যেতে পারে তার উদাহরণ হিসেবে ব্লিঙ্কেন ‘আল জাজিরার খবর পরিবেশনের ধরনে পরিবর্তন আনার’ কথা বলেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, আল জাজিরার নিউজ কাভারেজে ইসরাইল-বিরোধী উস্কানি থাকছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম