Logo
Logo
×

আন্তর্জাতিক

গাজায় যুদ্ধবিরতির আহ্বানের বিরোধিতা যুক্তরাষ্ট্রের

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৩, ০৪:৩০ পিএম

গাজায় যুদ্ধবিরতির আহ্বানের বিরোধিতা যুক্তরাষ্ট্রের

হামাস ও ইসরাইলের যুদ্ধবিরতির এখনই সঠিক সময় নয় বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র জন কিরবি। অবরুদ্ধ গাজায় ইসরাইলের লাগাতার হামলায় মানবিক বিপর্যয়ের মধ্যেই তিনি এ কথা বলেছেন।

সোমবার জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেন, আমরা মনে করি না যে, এখনই অস্ত্র-বিরতির সময় হয়েছে।

তিনি আরও বলেন, ইসরাইলের আত্মরক্ষার অধিকার আছে। হামাসের নেতাদের খুঁজে বের করতে কাজ করে যেতে হবে।

আরেকটি সংবাদ সম্মেলনে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, প্রশ্নটির প্রতি সম্মান রেখেই বলছি, আমরা এখন গাজায় ত্রাণ সহায়তা প্রবেশের বিষয়টিই বেশি গুরুত্ব দিচ্ছি।

মিলার আরো বলেন, এই সংঘাতটির উপর নজর রাখার জন্য মার্কিন কূটনীতিক ডেভিড স্ক্যাটারফিল্ডকে নিয়োগ করা হয়েছে।

চলতি বছর আরব এবং ইসরাইলিদের মধ্যে চলমান উত্তেজনা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় যখন ইসরাইলি পুলিশ সহিংসভাবে আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে এবং মুসল্লিদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে।

ইসরাইলের দাবি, ‘সহিংস’ হিসাবে চিহ্নিত মুসলমানদের গ্রেফতার করার জন্যই পুলিশ মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছিল।ওই সংঘর্ষের অনেক ছবি ছড়িয়ে পড়লে ফিলিস্তিনি অঞ্চলে এবং সমগ্র মুসলিম বিশ্বে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম