গাজায় ঢুকল ত্রাণবাহী আরও ১৪টি ট্রাক। ছবি: রয়টার্স
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় টানা ১৬ দিন ধরে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। এতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অঞ্চলটি। চরম মানবিক সংকট বিরাজ করছে সেখানে। ইতোমধ্যে ইসরাইলি হামলায় প্রায় পাঁচ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।
এ অবস্থায় গাজায় ত্রাণবাহী আরও ১৪টি ট্রাক প্রবেশ করেছে বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির বরাত দিয়ে এ খবর দিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের মানবিক সম্পর্ক বিষয়ক আন্ডার সেক্রেটারি মার্টিন গ্রিফিথস বলেছেন, দ্বিতীয় দফায় ত্রাণবাহী ১৪টি ট্রাকের একটি বহর গাজায় প্রবেশ করেছে। তিনি এই পদক্ষেপকে ওই এলাকায় বসবাসরতদের জন্য ছোট্ট একটি আশার আলো বলে অভিহিত করেছেন।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করার পর জানিয়েছেন যে, তারা দুজনই ফিলিস্তিনিদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ত্রাণ সরবরাহ চলমান থাকার বিষয়ে একমত হয়েছেন।
তবে বেসরকারি সংস্থা অক্সফামের মানবিক সহায়তা বিষয়ক প্রধান ম্যাগনাস করফিক্সেন বিবিসিকে বলেছেন, প্রতিদিন কয়েকটি ট্রাককে ঢুকতে দেওয়াটা মোটেও পর্যাপ্ত নয়। একই সঙ্গে গাজায় বিভিন্ন সাহায্য সংস্থাকে অবাধ প্রবেশাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
অপরদিকে ইসরাইলের কট্টর ডানপন্থি প্রতিরক্ষামন্ত্রী ইতামার বেন-গভির বলেছেন, হামাস যদি তাদের হাতে আটক সব জিম্মিকে মুক্তি দিতে রাজি না হয়, তাহলে ওই এলাকায় ত্রাণ সরবরাহ চলমান রাখার কোনো গ্যারান্টি বা নিশ্চয়তা দেওয়া যাবে না।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর ইসরাইল-হামাস সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৪ হাজার ৬৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।
হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের মধ্যে এক হাজার ৮৭৩ জন শিশু, এক হাজার ১০১ জন নারী এবং এক হাজার ৬৭৭ জন পুরুষ রয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও ১৪ হাজার ২৪৫ জন।