Logo
Logo
×

আন্তর্জাতিক

লিফটে আটকা পড়েও তরুণীকে ‘বিয়ের প্রস্তাব’

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৩, ১০:০৭ এএম

লিফটে আটকা পড়েও তরুণীকে ‘বিয়ের প্রস্তাব’

লিফটে আটকা পড়েও তরুণীকে ‘বিয়ের প্রস্তাব’। প্রতীকী ছবি

সাধারণত তরুণ-তরুণীরা প্রেম ও বিয়ের প্রস্তাব আকর্ষণীয় স্থান বা মুহুর্তে নিবেদন করে থাকেন। পরিবেশ প্রতিকুল থাকলে এ ধরনের প্রস্তাব দেওয়া-নেওয়া হয় না। তবে এর ব্যতিক্রম ঘটিয়েছেন এক তরুণ। 

জীবন যখন অনিশ্চয়তার মধ্যে, তখন রোমাঞ্চর মুহুর্তের কথা ভোলেননি। তবে তরুণের সেই মুহুর্তের নিবেদনও প্রত্যাখ্যান না করে সম্মতিও দিয়েছেন তরুণী— এমন ঘটনাটি ঘটেছে ফ্রান্সে।   

ফ্রান্সে অবস্থিত ১ হাজার ৮৩ ফুট (৩৩০ মিটার) উচ্চতার আইফেল টাওয়ারে চড়তে আসা পর্যটকদের নিয়ে লিফট যখন একেবারে শীর্ষে উঠে গেছে, তখন আচমকাই লিফটি থেমে যায়। টাওয়ারে ওঠা এক ব্যক্তির কারণে লিফট আটকে পড়েছিল। লিফটে অনেকের সঙ্গে আটকা পড়েছিলেন এপির এক সাংবাদিক ও ওয়াশিংটন ডিসির এক জুটি। 

ওই জুটির একজন আমির খান। সেদিন তার পরিকল্পনা ছিল, ভিড় থেকে দূরে সিন নদীর পাড়ে প্যারিস গার্ডেনে বান্ধবী ক্যাট ওয়ারেনকে বিয়ের প্রস্তাব দেবেন। এর পর তারা এক রোমান্টিক নৈশভোজে যাবেন, এমন পরিকল্পনাও ছিল তার।

কিন্তু লিফট যখন কিছুটা সময়ের জন্য বন্ধ হয়ে গেল, তখনই আমিরের মাথায় বুদ্ধি এলো— এখনই সেই মোক্ষম সময়।

আমির যুক্তরাষ্ট্রের কানেটিকাট থেকে যাওয়া এপির সাংবাদিককে বলেন, ‘আমার মনে হচ্ছে, এখানে আমাদের অনেকক্ষণ আটকা পড়ে থাকতে হতে পারে। আর নৈশভোজটি ভেস্তে যাক, সেটি আমি চাইনি। ক্যাট সবসময় আইফেল টাওয়ারের ওপরে বা নিচে তাকে বিয়ের প্রস্তাব দেওয়া হোক, সেটি চেয়েছিল। তাই আমি ভেবেছিলাম, এটিই হলো সেই মুহূর্ত।

জবাব কী এলো? জানতে চাইলে আমির বলেন, অবশ্যই ‘হ্যাঁ’।

ক্যাট হাসতে হাসতে বলেন, আমির আমাকে দিয়ে ‘হ্যাঁ’ বলিয়ে নেওয়ার ভালো সুযোগ পেয়েছিল। কেউ যখন ১ হাজার ৮৩ ফুট উঁচুতে আটকা পড়ে, তখন একজন কীভাবে ‘না’ বলবে।

ক্যাট মজা করে বলেন, আজ যা হয়েছে, তা শোনার পর আবারও হয়তো কেউ আইফেল টাওয়ারে চড়ার চেষ্টা করবে।

প্যারিস ল্যান্ডমার্কের যোগাযোগ পরিচালক অ্যালিস বিউনার্দিও বলেন, যার কারণে লিফট আটকে পড়েছিল, সেই আরোহণকারীকে আইফেল টাওয়ারে দ্বিতীয় ও তৃতীয় তলার মাঝামাঝি পাওয়া গেছে। দমকল বাহিনীর বিশেষ একটি দল ওই ব্যক্তিকে পরে নামিয়ে আনে। পরে পুলিশ তাকে গ্রেফতার করেছে।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম