ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ ভেনিজুয়েলার
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৩, ১০:৩৪ পিএম
![ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ ভেনিজুয়েলার](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/10/10/image-727395-1696955675.jpg)
ইসরাইলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ করেছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।
মঙ্গলবার এক টেলিভিশন বক্তৃতায় মাদুরো বলেন, ‘জাতিসংঘের মহাসচিব একটি বিবৃতি জারি করেছেন, যা আমরা সাবধানতার সঙ্গে পড়ি। গাজায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যে গণহত্যা শুরু হয়েছে সে সম্পর্কে সতর্কতা হিসাবে।’খবর এপির।
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট বলেন, ‘আমরা অতীতে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যা ও নৃশংসতা প্রত্যক্ষ করেছি।’
তিনি বলেন, ‘আমরা অবিলম্বে যুদ্ধবিরতি, জাতিসংঘের প্রস্তাবের প্রতি শ্রদ্ধা, জনগণের অধিকারের প্রতি সম্মান এবং ফিলিস্তিনি জনগণকে স্বাধীন ভ‚মি এবং শান্তির অধিকার দিতে আলোচনা শুরুর দাবি জানাই।’
মাদুরো বলেন, ‘আমি ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়িয়েছি এবং আমি শান্তির পক্ষে।’