Logo
Logo
×

আন্তর্জাতিক

হামাসের হামলায় ইসরাইলে নিহত ১ হাজার ছাড়াল

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৩, ০৭:৪০ পিএম

হামাসের হামলায় ইসরাইলে নিহত ১ হাজার ছাড়াল

হামাসের হামলায় ইসরাইলে নিহতের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। ইসরাইলি মিডিয়ার সর্বশেষ প্রতিবেদন এ তথ্য পাওয়া গেছে। 

যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরাইলি দূতাবাস জানিয়েছে, শনিবার থেকে এ পর্যন্ত অন্তত এক হাজার আট জন ইসরাইলি নিহত হয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে দূতাবাস জানিয়েছে, ৩ হাজার ৪১৮ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

মঙ্গলবার চতুর্থ দিনে গড়িয়েছে হামাস ও ইসরাইলের মধ্যকার যুদ্ধ। দুই পক্ষ মিলে ইতোমধ্যে নিহতের সংখ্যা দেড় হাজার ছাড়িয়ে গেছে। এ ছাড়া কয়েক হাজার মানুষ আহত হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় প্রায় দেড় লাখ লোক উদ্বাস্তুতে পরিণত হয়েছে।

শনিবার ইসরাইলে বড় ধরনের আক্রমণ শুরু করে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপর রোববার দিনভর গাজা উপত্যকায় পালটা বিমান হামলা চালিয়েছে ইসরাইল, যার অবসানের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

ইসরাইলের প্রতিশোধমূলক হামলায় গাজায় এখন পর্যন্ত অন্তত ৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছে এবং প্রায় তিন হাজার নারী-পুরুষ-শিশু আহত হয়েছে। 

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বিবিসিকে এ তথ্য জানিয়েছে। অব্যাহত হামলায় গাজার সড়কগুলো সব নষ্ট হয়ে গেছে, যত্রতত্র ছড়িয়ে আছে ধ্বংসস্তূপ , শহরের বাতাসে কেবল ধূলা আর বারুদের গন্ধ।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম