Logo
Logo
×

আন্তর্জাতিক

হামাসের হামলা নিয়ে যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৩, ০৫:০৬ পিএম

হামাসের হামলা নিয়ে যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, গত শনিবার হামাস যোদ্ধারা ইসরাইলে আক্রমণ করার পর জায়নবাদী (ইহুদিবাদী) সরকারের সামরিক এবং গোয়েন্দা উভয় দিক থেকেই পরাজয় হয়েছে।

তিনি বলেছেন, ইসরাইলের উপর হামাসের হামলার সাথে তেহরানের কোনো সংশ্লিষ্টতা নেই। তবে তিনি যাকে ইসরাইলের ‘অপূরণীয়’ সামরিক ও গোয়েন্দা পরাজয় বলে অভিহিত করেছেন, তার (হামলা) প্রশংসা করেছেন।

দ্য মেসেঞ্জার ডটকম বলেছে, হামলার পর তার প্রথম টেলিভিশন ভাষণে খামেনি বলেন, ‘যারা ইহুদিবাদী শাসকের ওপর হামলার পরিকল্পনা করেছে, আমরা তাদের হাতে চুমু খাই’।

প্রসঙ্গত, লেবাননের হিজবুল্লাহ এবং ফিলিস্তিনের হামাসকে সহযোগিতা করার অভিযোগ রয়েছে ইরানের বিরুদ্ধে। তবে সর্বশেষ হামাসের হামলার সঙ্গে ইরানের সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে খোদ আমেরিকা। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম