Logo
Logo
×

আন্তর্জাতিক

রাশিয়া সফরে যাচ্ছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৩, ০৩:০০ পিএম

রাশিয়া সফরে যাচ্ছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ছবি: সংগৃহীত

হামাস ও ইসরাইলের চলমান সংঘাতের মধ্যেই রাশিয়া সফরে যাচ্ছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। সোমবার রাশিয়ার সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে বলে খবর দিয়েছে মিডেল ইস্ট আই। প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি প্রেসিডেন্ট শিগগিরই মস্কো সফর করবেন বলে আশা করা হচ্ছে।

রাশিয়ায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত আবদেল হাফিজ নোফালের বরাত দিয়ে রুশ গণমাধ্যম জানিয়েছে, এই সফর কখন হবে সে বিষয়ে আমরা রাশিয়ার পক্ষ থেকে ক্রেমলিনের আনুষ্ঠানিক বিবৃতির জন্য অপেক্ষা করছি।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘একটি চুক্তি হয়েছে যে, প্রেসিডেন্ট আব্বাস মস্কোতে আসবেন।’

এদিকে এখন পর্যন্ত রাশিয়া চলমান যুদ্ধে নিরপেক্ষ অবস্থান নিয়েছে। তবে ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্রের দাবি উপেক্ষা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছে ক্রেমলিন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম