Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরাইলে নিহত ৯ মার্কিন নাগরিক

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৩, ০৩:০৩ এএম

ইসরাইলে নিহত ৯ মার্কিন নাগরিক

ইসরাইলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় অন্তত ৯ জন মার্কিন নাগরিক নিহত হয়েছেন। 

সোমবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। খবর সিএনএনের।

মুখপাত্র বলেছেন, এই মুহূর্তে আমরা ৯ জন মার্কিন নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করছি। নিহতদের পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। আমাদের ইসরাইলি অংশীদারদের সঙ্গে যোগাযোগ রেখে পরিস্থিতির ওপর নজর রাখছি আমরা।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, নিখোঁজ মার্কিন নাগরিকদের সন্ধান পেতে ইসরাইল সরকারের সঙ্গে আমরা ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি। নিহত ৯ মার্কিন নাগরিকের পরিবারের সঙ্গেও আমরা যোগাযোগ রাখছি।

হামাস-ইসরায়েল সংঘাতে মার্কিন নাগরিকদের হতাহতের বিষয়ে তথ্য সংগ্রহ করছে যুক্তরাষ্ট্র।

শনিবার সকালে অবরুদ্ধ গাজা থেকে ইসরায়েলে প্রবেশ করে হামলা চালায় কয়েক শ’ হামাস যোদ্ধা। পাশাপাশি ইসরাইলে রকেট হামলা চালায় তারা। এর জবাবে গাজায় বিমান হামলা শুরু করেছে ইসরাইলি সেনাবাহিনী। এখন পর্যন্ত ফিলিস্তিনে পাঁচ শতাধিক ও ইসরাইলে আট শতাধিক নিহতের খবর পাওয়া গেছে। হামাস অন্তত ১০০ জনকে বন্দি করে গাজায় নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম