হামাসকে পুরোপুরি নিশ্চিহ্ন করার ঘোষণা ইসরাইলের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৩, ০৮:৫৫ পিএম
ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরাইল। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র এক টুইটবার্তায় এ কথা বলেছেন।
এর আগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। পরে দেশটির মন্ত্রীসভায় আনুষ্ঠানিকভাবে হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়।
যুদ্ধ পরিস্থিতির কারণে দেশটিতে সব স্কুল বন্ধ ঘোষণা করেছে ইসরাইলি ডিফেন্স ফোর্স (আইডিএফ)। একইসঙ্গে ১০ জনের বেশি জমায়েতেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
প্রসঙ্গত, তৃতীয় দিনে গড়িয়েছে হামাস-ইসরাইল যুদ্ধ। এ পর্যন্ত মারা গেছে ৮০০ ইসরাইলি ও ৫৬০ জন ফিলিস্তিনি।
এদিকে গাজা উপত্যকায় ‘সর্বাত্মক’ অবরোধ ঘোষণা করেছে ইসরাইল। গাজা উপত্যকায় খাদ্য ও জ্বালানি সরবরাহ বন্ধ করে দেওয়াসহ সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে ইহুদিবাদী দেশটি।
ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত এক ভিডিও বার্তায় বলেন, হামাস অধ্যুষিত গাজার সর্বাত্মক নিয়ন্ত্রণ নিতে সেখানে কোনো বিদ্যুৎ, খাবার, পানি ও গ্যাস থাকবে না—সব বন্ধ থাকবে।
ইসরায়েলি এই প্রতিরক্ষামন্ত্রী ‘বদমাশ লোকজনের’ বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসাবে সর্বাত্মক অবরোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন।
তিনি বলেন, আমরা গাজাকে পুরোপুরি অবরোধ করছি... বিদ্যুৎ নেই, খাবার নেই, পানি নেই, গ্যাস নেই— সবই বন্ধ আছে।