Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরাইলে জাতীয় ঐক্য সরকার গঠনের দাবি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৩, ০৪:৪৬ পিএম

ইসরাইলে জাতীয় ঐক্য সরকার গঠনের দাবি

গাজা যেন এক ধ্বসংস্তূপ

ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাসের সঙ্গে চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে ইসরাইলে জাতীয় ঐক্যের সরকার গঠনের দাবি উঠেছে। দেশটির অর্থনীতি ও শিল্পমন্ত্রী নির বারকাত এ দাবি তুলেছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, বারকাত বলেছেন, ‘ইসরাইল এই মুহূর্তে যুদ্ধে রয়েছে এবং একটি জাতীয় ঐক্য সরকার গঠনের উপযুক্ত সময় এটি।’

বারকাতকে উদ্ধৃত করে ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ বলেছে, ‘এ রকম একটি জটিল সময়ে আমাদের অবশ্যই আমাদের মতভেদকে একপাশে রেখে শত্রুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে, যারা আমাদের ধ্বংস করতে চায়।’

তিনি আরও বলেন, সমাজের সকল অংশের যোদ্ধারা ইসরাইল রাষ্ট্রের জন্য যুদ্ধ করতে যাচ্ছে এবং আমাদের অবশ্যই তাদের সমর্থন করতে হবে। সেজন্য একটি জাতীয় ঐক্য সরকার দরকার, যারা সমগ্র জনগণের প্রতিনিধিত্ব করবে। আমাদের আজ ঐক্য সরকার প্রতিষ্ঠা করতে হবে এবং একসঙ্গে যুদ্ধে জয়ী হতে হবে।

এর আগে গত শনিবার (৭ অক্টোবর) ভোরে ইসরাইলের অভ্যন্তরে হামলা চালায় হামাস। দীর্ঘ বছরের দমন-পীড়ন, গণহত্যা, অবৈধ বসতি স্থাপন, সাম্প্রতিক সময়ে বসতি স্থাপনকারীদের হামলাসহ নানা শোষণ-বঞ্চনার প্রতিবাদে ওই হামলা চালানো হয় বলে দাবি করেছে প্রতিরোধ সংগঠনটি।

হামাসের হামলার পর পালটা জবাব দেওয়া শুরু করে ইসরাইলি বাহিনী। ইতোমধ্যে আজ সোমবার উভয়পক্ষের সংঘাত তৃতীয় দিনে পা দিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো খবর দিয়েছে, দুই পক্ষের মধ্যকার সংঘাতে এ পর্যন্ত ১১০০ এর বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এর মধ্যে ইসরাইলের ছয় শতাধিক নিহত হয়েছে বলে দাবি করা হচ্ছে। 

অন্যদিকে ইসরাইলের ব্যাপক বিমান হামলায় লক্ষাধিক ফিলিস্তিনি উদ্বাস্তুতে পরিণত হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা এখন এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম