Logo
Logo
×

আন্তর্জাতিক

হামাসের হামলায় কতজন মার্কিন নাগরিক নিহত হয়েছেন, জানালেন ব্লিঙ্কেন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৩, ০৯:৩২ পিএম

হামাসের হামলায় কতজন মার্কিন নাগরিক নিহত হয়েছেন, জানালেন ব্লিঙ্কেন

দখলদার ইসরাইলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলায় বেশ কয়েকজন মার্কিন নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তবে নিহতের সংখ্যা সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দেননি তিনি।

ইসরাইলে হামাসের হামলার বিষয়ে রোববার সিএনএনের সঙ্গে আলাপকালে ব্লিঙ্কেন এ তথ্য জানান।

তিনি বলেন, ইসরাইলে বেশ কয়েকজন মার্কিন নাগরিক নিহতের তথ্য পাওয়া গেছে। কর্মকর্তারা এর সত্যতা যাচাই করে দেখছেন।

ব্লিঙ্কেন আরও বলেন, ইসরাইলের জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন সামরিক সহায়তার ঘোষণা আসছে। তবে আমাদের প্রথম ফোকাস হলো, এই মুহূর্তে ইসরাইলের যে ধরনের সহায়তা প্রয়োজন তা নিশ্চিত করা।

শনিবার হামাসের চালানো নজিরবিহীন হামলার পর থেকে এ পর্যন্ত ৬ শতাধিক ইসরাইলি নিহত হয়েছে। আহত হয়েছেন দুই হাজারের বেশি। 

গাজা উপত্যকা থেকে ইসরাইলের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে পাঁচ হাজার রকেট ছুড়েছে হামাস। এছাড়া কয়েক ডজন বেসামরিক নাগরিক এবং ইসরাইলি সামরিক বাহিনীর (আইডিএফ) সৈন্যদের আটক করে গাজায় নিয়ে গেছে হামাস। 

রকেট হামলার পর ইসরাইলের পাল্টা বিমান হামলা চালায়। এতে ৩৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম