আমরা বেসামরিক নাগরিকদের ওপর হামলা করছি না: হামাস
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৩, ০৪:৫৪ পিএম
পশ্চিম তীরের খান ইউনিসে বেসামিক এলাকায় ইসরাইলি বিমান হামলা। ছবি: আল জাজিরা
ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস ইসরাইলে যে হামলা চালিয়েছে তাতে বেসামরিক লোকরা হতাহতের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তবে হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা কোনো বেসামরিক লোককে টার্গেট করছে না।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে হামাসের সিনিয়র মুখপাত্র ওসামা হামদান এমন কথা বলেছেন। তিনি বলেছেন, তাদের যোদ্ধারা বেসামরিক লোকদের উপর হামলা করছে না।
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো অধিকার গোষ্ঠীগুলোর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, হামাসের হাতে ইসরাইলি বেসামরিক মানুষ নিহত হয়েছেন। এর পরই নিজেদের অবস্থান স্পষ্ট করল হামাস।
ওসামা হামদান বলেন, ‘আপনাকে বসতি স্থাপনকারী (সেটলার) এবং বেসামরিক নাগরিকদের মধ্যে পার্থক্য বুঝতে হবে। বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের আক্রমণ করেছে ... আমরা আশা করি যে, অ্যামনেস্টির আন্তর্জাতিক নম্রতা আছে যাতে আমরা কেবলমাত্র সৈন্যদের আক্রমণ করার জন্য আরও উন্নত অস্ত্র পাঠাতে পারি।’
দক্ষিণ ইসরাইলের বেসামরিক নাগরিকদেরও বসতি স্থাপনকারী হিসেবে বিবেচনা করা হয় কিনা-এমন প্রশ্নের জবাবে হামাসের এই জ্যেষ্ঠ মুখপাত্র বলেন, ‘সবাই জানে সেখানে বসতি রয়েছে।’
‘আমরা উদ্দেশ্যমূলকভাবে বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু করছি না। আমরা ঘোষণা করেছি যে, বসতি স্থাপনকারীরা দখলদারিত্বের অংশ এবং সশস্ত্র ইসরাইলি বাহিনীর অংশ। তাই তারা বেসামরিক নয়,’ যোগ করেন ওসামা হামদান।