Logo
Logo
×

আন্তর্জাতিক

নভেম্বরে শি’র সঙ্গে সাক্ষাৎ হতে পারে: বাইডেন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৩, ০৮:৩৪ পিএম

নভেম্বরে শি’র সঙ্গে সাক্ষাৎ হতে পারে: বাইডেন

বিশ্বব্যাপী প্রভাব বিস্তারে চীন ও যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান জেদাজেদির কারণে এক বছরে প্রতিদ্বন্দ্বী ক্ষমতাধর দুই নেতা জো বাইডেন ও শি জিনপিংয়ের মধ্যে ব্যক্তিগতভাবে কোনো সাক্ষাৎ হয়নি। ফলে উত্তেজনা আরও বেড়েছে।

সান ফ্রান্সিসকোকে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনের (এপেক) শীর্ষ সম্মেলনের সময় তাদের সাক্ষাৎ হতে যাচ্ছে- এমন খবরের পর বাইডেন বলেন, ‘এ ধরনের কোনো বৈঠক হয়নি, তবে এটি হচ্ছে একটি সম্ভাবনা।’

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার বলেছেন, ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনের চাপ থাকায় আগামী নভেম্বরে সান ফ্রান্সিসকোতে চীনা নেতা শি জিনপিংয়ের সঙ্গে তার সাক্ষাৎ হতে পারে। তবে এ ব্যাপারে এখনো কিছুই নির্ধারিত হয়নি। খবর এএফপির।

বাইডেন আগামী ১৬ ও ১৭ নভেম্বর ক্যালিফোর্নিয়া শহরে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের নেতাদের অংশগ্রহণে সম্মেলনের আয়োজন করতে যাচ্ছেন। এ সম্মেলন বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের মিলনের স্থান হতে পারে বলে চিন্তাভাবনা করা হচ্ছে।

হোয়াইট হাউস রাশিয়ার সঙ্গে সম্পর্ক স্থিতিশীল করার লক্ষ্যে এই শীর্ষ সম্মেলনের ফাঁকে একটি বৈঠকের পরিকল্পনা শুরু করেছে। এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন পোস্ট জানায়- ‘এটি মোটামুটি নিশ্চিত।’

এদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এপেক সম্মেলনের আগে কোনো এক সময় ওয়াশিংটন সফর করতে পারেন বলে জানা গেছে।

তবে শি এই শীর্ষ সম্মেলনে যোগ দেবেন বা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাত করবেন কিনা সে ব্যাপারে বেইজিং নিশ্চিত করেনি।

২০২২ সালের নভেম্বরে বালি শীর্ষ সম্মেলনের ফাঁকে বাইডেন ও শি’র মধ্যে সর্বশেষ সাক্ষাৎ হয়। এ সময় তাদের মধ্যে কথোপকথন আশ্চর্যজনকভাবে সৌহার্দপূর্ণ ছিল। কিন্তু তারপর সম্পর্ক আবারো স্থবির হয়ে পড়ে এবং ওই সময়ের পর থেকে তাদের মধ্যে কোনো ফোনালাপও হয়নি।

বিশ্বের বৃহত্তম অর্থনীতির এই দুই দেশ কূটনৈতিক, সামরিক এবং অর্থনৈতিক প্রভাব বিস্তারে প্রতিযোগিতায় লিপ্ত থাকায় ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম