Logo
Logo
×

আন্তর্জাতিক

আফ্রিকায় শস্য সরবরাহ শুরু করছে রাশিয়া

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৩, ০৪:৫৭ পিএম

আফ্রিকায় শস্য সরবরাহ শুরু করছে রাশিয়া

আফ্রিকায় শস্য সরবরাহ শুরু করছে রাশিয়া, ইনসেটে রাশিয়ার কৃষিমন্ত্রী।

রাশিয়ার কৃষিমন্ত্রী দিমিত্রি পাত্রুশেভ জানিয়েছেন, মস্কো চার থেকে ছয় সপ্তাহের মধ্যে আফ্রিকার দেশগুলোতে শস্য সরবরাহ শুরু করবে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এ খবর দিয়েছে বলে জানিয়েছে তুর্কি গণমাধ্যম ডেইলি সাবাহ।

পাত্রুশেভকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, ‘আমরা এখন সমস্ত নথি চূড়ান্ত করছি। আমি মনে করি, এক মাসের মধ্যে বা দেড় মাসের মধ্যে শস্য সরবরাহ প্রক্রিয়া শুরু হবে।’

এর আগে জুলাইয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আফ্রিকান নেতাদের বলেছিলেন, তিনি পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও তাদের দেশগুলোতে হাজার হাজার টন শস্য উপহার দেবেন। তবে (পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে) মস্কোর জন্য শস্য ও সার রপ্তানি করা কঠিন হয়ে পড়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ওই সময় রাশিয়া-আফ্রিকা শীর্ষ সম্মেলনে পুতিন বলেছিলেন, ‘আমরা বুরকিনা ফাসো, জিম্বাবুয়ে, মালি, সোমালিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র এবং ইরিত্রিয়াকে আগামী তিন থেকে চার মাসের মধ্যে ২৫-৫০ হাজার টন করে শস্য বিনামূল্যে সরবরাহ করব।’

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস রুশ প্রেসিডেন্টের প্রতিশ্রুত শস্যকে বড় ধরনের অনুদান বলে অভিহিত করেছেন।

এর আগে জুলাই মাসে রাশিয়া জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় করা একটি বছরের পুরনো শস্য চুক্তি প্রত্যাহার করে। ওই চুক্তি অনুযায়ী বিশ্বের অন্যতম বৃহত্তম রপ্তানিকারক দেশ ইউক্রেন তার কৃষ্ণ সাগর বন্দর থেকে শস্য পাঠানোর অনুমতি পায়।

কিন্তু মস্কো অভিযোগ করে যে, চুক্তির শর্তানুযায়ী রাশিয়ার বিষয়গুলো বাস্তবায়ন করা হয়নি। তাই তারা শস্য চুক্তি থেকে মস্কোকে প্রত্যাহার করে নিচ্ছে। এর পর বিশ্বের দরিদ্র দেশগুলোতে, বিশেষ করে আফ্রিকার দেশগুলোতে খাদ্য সংকট দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম