Logo
Logo
×

আন্তর্জাতিক

ওমরাহ ভিসা নিয়ে ভিক্ষা করতে যাচ্ছিলেন সৌদি আরব, বিমানবন্দরে ধরা ১৬ ভিক্ষুক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৩, ০১:১০ পিএম

ওমরাহ ভিসা নিয়ে ভিক্ষা করতে যাচ্ছিলেন সৌদি আরব, বিমানবন্দরে ধরা ১৬ ভিক্ষুক

ওমরাহ ভিসা নিয়ে ভিক্ষা করতে যাচ্ছিলেন সৌদি আরব, বিমানবন্দরে ধরা ১৬ ভিক্ষুক। ছবি: সংগৃহীত

সৌদি আরব যাচ্ছিলেন ভিক্ষা করতে। এ জন্য কৌশল করে নিয়েছিলেন ওমরাহ পালনের ভিসা। কিন্তু শেষ রক্ষা হয়নি, সৌদি আরব পৌঁছার আগে বিমানবন্দরেই ধরা পড়েন ১৬ ভিক্ষুক। নিরাপত্তা বাহিনী তাদের গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে পাকিস্তানে।

দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ডন এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে— পাকিস্তানের মুলতান বিমানবন্দরে এই ঘটনা ঘটেছে। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছে, পাকিস্তানি ভিক্ষুকদের বিষয়ে দেশটিকে সতর্ক করেছে সৌদি সরকার। তার মধ্যেই এমন ঘটনা ঘটল।  

করাচিভিত্তিক গণমাধ্যমটি জানিয়েছে, বিমানে চেপে বসার পর একদম শেষ মুহূর্তে ওই ব্যক্তিদের নামিয়ে আনা হয়।

খবরে বলা হয়েছে, পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফআইএ) ওমরাহ পালনের নামে সৌদিতে ভিক্ষা করতে যাওয়া ওই চক্রের সন্ধান পায়। দুই দিন আগে এই গ্রেফতারের ঘটনাটি ঘটে। গ্রেফতারদের মধ্যে এক শিশু ও ১১ নারী রয়েছেন। 

গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ভিক্ষাবৃত্তি করার জন্য তারা সৌদি আরব যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন। তারা আরও জানান, তাদের সৌদি আরবে যাওয়ার ব্যবস্থা যে ট্রাভেল এজেন্সির লোকজন করে দিয়েছে, তাদের ভিক্ষা করে পাওয়া অর্থের অর্ধেক দেওয়ার চুক্তি হয়েছে।

ওমরাহ ভিসার মেয়াদ শেষ হলেই তারা দেশে ফিরে আসতেন বলেও জানিয়েছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম