ভূমধ্যসাগরে চলতি বছর ২৫০০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৮ পিএম
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টাকালে চলতি বছরে এ পর্যন্ত ২ হাজার ৫০০ জনেরও বেশি অভিবাসীর মৃত্যু অথবা নিখোঁজ হয়েছে। নিউইয়র্ক জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) অফিসের পরিচালক রুভেন মেনিকদিওয়েলা এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে তথ্যটি সম্পর্কে অবগত করেন তিনি। আলজাজিরা।
সাধাণরত নজর এড়িয়ে যায় এমন অনেক স্থলপথেও মানুষ প্রাণ হারিয়েছেন বলে জানান মেনিকদিওয়েলা। গত বছর ইউরোপে পৌঁছানোর চেষ্টার সময় এই মৃত বা নিখোঁজ অভিবাসীর সংখ্যা ছিল ১ হাজার ৬৮০ জন।
মেনিকদিওয়েলা বলেন, তিউনিসিয়ায় আনুমানিক ৩১ হাজার মানুষকে সমুদ্র থেকে উদ্ধার, আটকানো অথবা নামানো হয়েছে। লিবিয়ায় এই সংখ্যা ১০ হাজার ৬০০ জন।