Logo
Logo
×

আন্তর্জাতিক

অলিম্পিকে হিজাব নিষিদ্ধে ফ্রান্সকে তিরস্কার জাতিসংঘের

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৯ পিএম

অলিম্পিকে হিজাব নিষিদ্ধে ফ্রান্সকে তিরস্কার জাতিসংঘের

আগামী বছরের অলিম্পিকে হিজাব নিষিদ্ধ করেছে প্যারিস। গত রোববার ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী আমেলি আউদিয়া ক্যাস্টেরা নারীদের অলিম্পিক গেমসে হিজাব পরা নিষিদ্ধ করেন। 

এ ঘটনায় ফরাসি সরকারকে তিরস্কার করেছে জাতিসংঘ। খবর সিএনএনের।

মঙ্গলবার জেনেভায় সাংবাদিকদের জাতিসংঘ মানবাধিকার অফিসের নারী মুখপাত্র মারতা হারতাদো  বলেন, ‘একজন নারী কী পরবেন, আর কী করবেন না সে সিদ্ধান্ত তার ওপর চাপিয়ে দেওয়া কারোরই উচিত নয়।’ 

এর আগে ক্রীড়ামন্ত্রী জানান, ‘ধর্ম বা বিশ্বাসের অভিব্যক্তির ওপর বিধিনিষেধ, যেমন পোশাক পছন্দ বাস্তব কিছু পরিস্থিতিতে গ্রহণযোগ্য। অলিম্পিক গেমস চলাকালীন হিজাব পরলে তার মধ্যদিয়ে মূলত ধর্মীয় প্রতীক ফুটে ওঠে এবং ফ্রান্স ধর্মান্তরিত হয়ে যাচ্ছে বলে মনে হয়। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম