Logo
Logo
×

আন্তর্জাতিক

অ্যাটক থেকে আদিয়ালা জেলে ইমরান খান, পাবেন বি-শ্রেণির সুবিধা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪৯ পিএম

অ্যাটক থেকে আদিয়ালা জেলে ইমরান খান, পাবেন বি-শ্রেণির সুবিধা

ছবি; সংগৃহীত

নাটকীয়তার পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কুখ্যাত অ্যাটক জেল থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে স্থানান্তর করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফসহ যেখানে অন্যান্য প্রধানমন্ত্রীকে রাখা হয়েছিল, তাকেও সেই ব্যারাকে রাখা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদ হাইকোর্ট পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরান খানকে স্থানান্তরের নির্দেশ দেওয়ার পর দিন মঙ্গলবার কঠোর নিরাপত্তায় স্থানান্তর করা হয়। এ সময় ব্যবহার করা হয় ১৮টি গাড়ির বহর। এর মধ্যে ১৫টি ইসলামাবাদ পুলিশের। ছিল দুটি সাঁজোয়া যান। একটি অ্যাম্বুলেন্স। এসব প্রহরা দিয়ে অ্যাটক থেকে ইমরান খানকে নিয়ে যায় আদিয়ালা জেলে। এর আগের দিন ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারক বিচারাধীন একজন ব্যক্তিকে আদিয়ালা জেলের পরিবর্তে অ্যাটক জেলে রাখায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন ইমরানকে স্থানান্তর করার।

আরও পড়ুন: ইমরান খানকে আদিয়ালা কারাগারে স্থানান্তরের নির্দেশ

এর পর ইমরান খানের আইনজীবীরা আদিয়ালা জেলখানায় যান। তারা ইমরান খানকে স্থানান্তরের রিপোর্ট পাওয়ার কথা অস্বীকার করেন। ওদিকে ইসলামাবাদ হাইকোর্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার কয়েক ঘণ্টা পর ইমরানের আইনজীবীরা জানান, নির্দেশ অনুসরণ করা হয়েছে। এর মধ্যে নাঈম পাঞ্জতা দাবি করেন, সাবেক প্রধানমন্ত্রীকে আদিয়ালায় স্থানান্তর করা হয়েছে। তবে আদিয়ালা জেল প্রশাসন এ দাবি উড়িয়ে দেয়। তারা জানায়, ইমরান খানকে স্থানান্তরিত করা হয়নি। পরে এক্সে (সাবেক টুইটার) পাঞ্জতা বলেন, তাকে জানানো হয়েছিল— ইমরান খানকে আদিয়ালায় স্থানান্তর করা হয়েছে। কিন্তু জানা গেছে, অ্যাটক জেল কর্তৃপক্ষ বলছে ইমরান খান তাদের কাছেই আছে। 

জেল সূত্র উদ্ধৃত করে রিপোর্টে বলা হয়, আদিয়ালা কারাগারে উচ্চ নিরাপত্তাযুক্ত বি-শ্রেণির ব্যারাকে রাখা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী তাকে সব সুবিধা দেওয়া হয়েছে। সূত্র বলেছে, তার রুমের সঙ্গে একটি অ্যাটাচড বাথরুম আছে। সার্বক্ষণিক তাকে জেলের সার্ভিস সুবিধা দেওয়া হবে। তবে তার খাবারের মেন্যু কী হবে সে সম্পর্কে কিছু বলা হয়নি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম