Logo
Logo
×

আন্তর্জাতিক

একসঙ্গে ইউক্রেনের ৬ শহরে রুশ হামলা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৪ পিএম

একসঙ্গে ইউক্রেনের ৬ শহরে রুশ হামলা

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পর কিয়েভের আকাশে ধোঁয়া উঠছে। ছবি: রয়টার্স

ইউক্রেনের ছয়টি শহরে একসঙ্গে হামলা চালিয়েছে রাশিয়া। এতে কমপক্ষে দুইজন নিহত এবং আরও অন্তত ২১ জন আহত হয়েছে। এ সময় গোটা ইউক্রেনজুড়ে বিমান হামলার সতর্কতা সংকেত পাওয়া গেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের খেরসন শহরের গভর্নর ওলেকসান্দর প্রকুদিন বলেছেন, বৃহস্পতিবার সকালে দক্ষিণাঞ্চলীয় শহরটিতে রুশ হামলায় দুইজন নিহত এবং পাঁচজন আহত হয়েছে। একটি আবাসিক ভবনে হামলা চালানো হলে হতাহতের এই ঘটনা ঘটে।

রাজধানী শহর কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসচকো জানান, সেখানে হামলায় নয় বছর বয়সি এক শিশুসহ সাতজন আহত হয়েছে। হামলায় শহরের কিছু আবাসিক ও ব্যবসায়িক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি।

অপরদিকে খারকিভের গভর্নর ওলেহ সিনিয়েউবোহ বলেন, সেখানকার স্লোবিদস্কি জেলায় কমপক্ষে ছয় দফা বিমান হামলা চালিয়েছে রুশ বাহিনী। হামলায় দুইজন আহত ছাড়াও সেখানকার বেসামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের চেরকাসি শহরেও হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে সাতজন আহত হয়েছে। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচ থেকে একজনকে উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া পশ্চিমাঞ্চলীয় লভিভ শহরে একটি বাণিজ্যিক অঞ্চলেও হামলা চালানো হয়েছে দাবি করেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। এতে সেখানকার বেশ কিছু ভবনের ক্ষয়ক্ষতি হয়েছে। কারণ কিছু ভবনে আগুন ধরে গেছে। তবে তাৎক্ষণিকভাবে শহরটিতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম