Logo
Logo
×

আন্তর্জাতিক

চেচেন নেতা রমজান কাদিরভ কোমায়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫৩ পিএম

চেচেন নেতা রমজান কাদিরভ কোমায়

ছবি: সংগৃহীত

চেচনিয়ার লৌহমানব হিসেবে খ্যাত দেশটির সর্বোচ্চ নেতা এবং বর্তমান রাশিয়ার হয়ে নেত্রীত্ব দেওয়া রমজান কাদিরভ মারাত্মকভাবে অসুস্থ হয়ে কোমায় চলে গেছেন বলে দাবি করেছে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা। 

শনিবার ইউক্রেনের গোয়েন্দা সংস্থার মুখপাত্র আন্দ্রি ইউসোভ চেচেন নেতার অসুস্থতার বিষয়ে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। খবর ইয়াহু নিউজের।

ইউসোভ বলেন, ‘হ্যাঁ, খবরটি সত্যি। আমাদের কাছে তথ্য আছে যে যুদ্ধাপরাধী কাদিরভের অবস্থা এখন শোচনীয়। যেসব রোগে তিনি ভুগছিলেন সেগুলোই তাকে এখন মারাত্মক পরিস্থিতির মুখোমুখি করেছে।’ 

এর আগে ইউক্রেনের গণমাধ্যম ‘অবজরিভাটেল’ চেচনিয়ার একটি সূত্রের বরাত দিয়ে দাবি করেছিল, দেশটির সর্বোচ্চ নেতা কাদিরভ কোমায় চলে গেছেন। 

আরও পড়ুন: পুতিনের ঘনিষ্ঠ মিত্র রমজান কাদিরভের অবস্থা আশঙ্কাজনক

গোয়েন্দা সংস্থার মুখপাত্র ইউসোভ চেচেন নেতার অসুস্থতার বিষয়ে বিস্তারিত কিছু না জানালেও এটা নিশ্চিত করেছেন যে—তিনি কোনো আঘাতপ্রাপ্ত হননি, তবে শারীরিক পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। 

ইউসোভ বলেন, ‘দীর্ঘদিন ধরেই তিনি রোগে ভুগছিলেন। কিন্তু কয়েক দিন ধরে তার অসুস্থতা মারাত্মক পর্যায়ে পৌঁছেছে।’ 

ইউসোভ জানান, কাদিরভের অসুস্থা বিষয়ক তথ্যগুলো বেশ কিছু মেডিকেল নথি এবং রাজনৈতিক সূত্রের বরাতে নিশ্চিত হওয়া গেছে। 

উল্লেখ্য, কয়েক মাস ধরেই রমজান কাদিরভের শারীরিক অসুস্থতা নিয়ে নানা ধরনের খবর ঘুরে বেড়াচ্ছে। তবে গত মার্চে একটি টেলিগ্রাম পোস্টে অসুস্থতার বিষয়টি হেসে উড়িয়ে দিয়েছিলেন কাদিরভ। তিনি বলেছিলেন, ‘যারা আমার মারাত্মক অসুস্থতার খবরে সান্ত্বনা খুঁজে পায়—তাদের বিরক্ত করার জন্য দুঃখিত।’ 

ইউক্রেনের গণমাধ্যম ‘অবজরিভাটেল’-এর প্রতিবেদন অনুযায়ী, রমজান কাদিরভ বেশ কয়েক দিন ধরে কোমায় আছেন। বর্তমানে এই অবস্থায় তাকে চিকিৎসার জন্য চেচনিয়া থেকে অন্য কোনো দেশে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, তাকে আরব আমিরাতে নিয়ে যাওয়া হবে। 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্রদের মধ্যে রমজান কাদিরভ অন্যতম। ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াই করার জন্য ‘কাদিরভতস্কি’ নামে একটি কুখ্যাত সেনা ইউনিটও পাঠিয়েছেন তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম