কিম ও পুতিন
রাশিয়ায় ঐতিহাসিক সফরে গেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। সঙ্গে রয়েছেন তার প্রভাবশালী বোন কিম ইও জং। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিমকে স্বাগত জানিয়েছেন তার দেশে।
উত্তর কোরীয় নেতার সঙ্গে রাশিয়ার মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র ভস্তোচনি কসমোড্রোমে সাক্ষাৎ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর কারণও জানিয়েছেন তিনি।
পুতিন বলেছেন, রকেট ইঞ্জিনিয়ারিংয়ে কিমের ‘বড়ই আগ্রহ’। এ কারণে কসমোড্রোমে তার সঙ্গে এই সাক্ষাৎ।
বিবিসি বলেছে, রুশ সংবাদ সংস্থা তাস পুতিনকে উদ্ধৃত করে বলেছে, তারাও (উত্তর কোরিয়া) তাদের স্পেস প্রোগ্রাম ডেভেলপ করার চেষ্টা করছে।
এর আগে পুতিন এই স্পেস পোর্টে কিমকে স্বাগত জানিয়ে বলেন, আপনাকে পেয়ে আমি গর্বিত। এর পর ২০১৬ সালে চালু হওয়া ভস্তোচনি কসমোড্রোম সম্পর্কে তিনি বলেন, এটি আমাদের নতুন কসমোড্রোম।
ক্রেমলিনের টেলিগ্রাম চ্যানেলে প্রচারিত ভিডিওতে দেখা যায়, কিম আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানান পুতিনকে।
খবরে বলা হয়েছে, উত্তর কোরীয় নেতা গত রোববার তার ব্যক্তিগত বুলেটপ্রুফ ট্রেনে রাশিয়ার উদ্দেশে পিয়ংইয়ং ত্যাগ করেন। কিমকে বহনকারী একটি ট্রেন উত্তর কোরিয়া থেকে রাশিয়ার দূরপ্রাচ্য অঞ্চলের খাসান রেলস্টেশনে পৌঁছে। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে মস্কোর সঙ্গে পিয়ংইয়ংয়ের অস্ত্র চুক্তি না করার বিষয়ে ওয়াশিংটনের সতর্কতার মধ্যেই কিম রাশিয়া সফরে গেছেন।