যে কারণে ১৭০ আরোহী নিয়ে মাঠে নামল রুশ হেলিকপ্টার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৫ পিএম
১৭০ আরোহী নিয়ে মাঠে নামল রুশ হেলিকপ্টার
রাশিয়ার একটি যাত্রীবাহী উড়োজাহাজ সুচি থেকে ওমস্ক যাওয়ার পথে মাঝ আকাশ থেকে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে। এ৩২০ মডেলের এয়ারবাসটিতে ক্রুসহ ১৭০ জন আরোহী ছিলেন। রানওয়েতে নামতে ব্যর্থ হওয়ায় একটি খোলা মাঠে অবতরণ করে কপ্টারটি।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরটি এক প্রতিবেদনে এ খবর দিয়েছে। সংবাদমাধ্যমটি প্রকাশিত কয়েকটি ছবিতে বিমানটিকে ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা গেছে। যাত্রীরা জরুরি গেট দিয়ে দ্রুত বের হন।
সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, উড়োজাহাজটি নোভোসিবিরস্ক বিমানবন্দর থেকে দূরের একটি মাঠে ক্র্যাশ-ল্যান্ডিং করতে বাধ্য করা হয়েছিল। কারণ রানওয়ে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না। হাইড্রোলিক ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে।
দুর্ঘটনাকবলিত ফ্লাইটে ১৭০ জন আরোহী ছিলেন। এ ঘটনায় এখনও কেউ হতাহত হয়নি বলে প্রাথমিকভাবে জানা গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এয়ারবাসটি ভেঙে গেছে। তবে আগুন ধরেনি।