Logo
Logo
×

আন্তর্জাতিক

এক ছাতায় দুই প্রাণ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩০ পিএম

এক ছাতায় দুই প্রাণ

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও তার স্ত্রী অক্ষতা মূর্তি। ছবি: সংগৃহীত

বাইরে ঝির ঝির বৃষ্টি। পানিতে ভিজে আছে মন্দির প্রাঙ্গণ। সাদাসিধে পোশাকে দুজন সঙ্গী ছাতা হাতে এগিয়ে চলছেন ফটকের দিকে। একজন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক (৪৩)। পাশেই সঙ্গী হয়ে দাঁড়িয়ে স্ত্রী অক্ষতা নারায়ণ মূর্তি (৪৩)।

স্ত্রী অক্ষতার মাথা যাতে না ভেজে সেজন্যই বেশ যত্ম করেই ছাতা ধরে আছেন ঋষি। একই ছাতার তলায় আছেন নিজেও। স্বামীর মাথায় যেন বৃষ্টির ছিটে না পড়ে সেদিকে নজর রেখেছেন অক্ষতাও। খালি পায়ে ‘প্রেমালাপে’ একটু একটু করে এগিয়ে চলছেন সামনে। দীর্ঘদিন এক পা-দুপা করে এভাবেই পাড়ি দিয়েছেন জীবনের অনেকটা সময়। এ যেন একই সুতোয় বাঁধা দুই প্রাণ। জি-২০ সম্মেলনে যোগ দিতে দিল্লিতে এসেছিলেন তারা। শত ব্যস্ততার নিজেদের শেকড়কে ভুলে যাননি। 

রোববার সাতসকালে সব কর্মব্যস্ততা ফেলে চলে যান রাজধানীর অক্ষরাম মন্দিরে। সম্মেলনের দ্বিতীয় দিনের কর্মসূচির আগেই স্ত্রীকে নিয়ে পুজো দেন সেখানে। উপসনায় মগ্ন যুগল একসঙ্গে আরতি করেন। বিশ্বশান্তি, উন্নতি ও ঐক্যের জন্য প্রার্থনা করেন। এরপর সুনাককে স্বামী নারায়ণ অক্ষরধাম ঘুরিয়ে দেখানো হয়। আরাধনা শেষে নমস্কার ভঙ্গিতে ছবি তোলেন। প্রেমিক দম্পতির স্থিরচিত্রগুলো ক্যামেরাবন্দি করেন মন্দির কর্তৃপক্ষ। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। 

ভারত সফর শেষে দুজনকে একসঙ্গে বিমানবন্দরেও দেখা যায় এদিন। হালকা রঙের গোলাপি শাড়ি, কানে দুল ও কপালে ছোট টিপ দিয়ে মুগ্ধতা ছড়াচ্ছিলেন অক্ষতা মূর্তি। বিদায়বেলায় নমস্কার জানিয়েছেন। 

অন্যদিকে একেবারে স্যুট টাই পরে হাত নেড়ে সবাইকে বিদায় জানাচ্ছিলেন ঋষি সুনাক। এবারের সম্মেলনে এই দম্পতিই ছিলেন সবার মধ্যমণি। মুখে মুখে ছিলেন অক্ষতা। যেমন ফ্যাশনে, তেমনি চলনে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম