Logo
Logo
×

আন্তর্জাতিক

চোখে কালো ‘প্যাচ’ পরে সম্মেলনে শলৎজ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৪ পিএম

চোখে কালো ‘প্যাচ’ পরে সম্মেলনে শলৎজ

পরনে কালো স্যুট, কালো টাই। তার সঙ্গে এক চোখে কালো ‘প্যাচ’। শনিবার এই বেশেই জি-২০ সম্মেলনে যোগ দিলেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ। গত সপ্তাহে জগিংয়ে গিয়ে পড়ে যান। সে সময় ডান চোখে আঘাত পান শলৎজ। সে কারণে ডান চোখে কালো প্যাচ বেঁধে রেখেছেন।

শলৎজের মুখপাত্র স্টিফেন হেবেস্ট্রেইট জানিয়েছেন, তার আঘাত গুরুতর নয়। তবে আগামী কয়েক দিন চোখে ওই প্যাচ লাগিয়ে রাখতে হবে। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্টিফেন জানিয়েছিলেন, গত কয়েক বছর ধরে নিয়মিত দৌড়ান তিনি। ভালো ফর্মেও ছিলেন। 

সপ্তাহের শুরুতে চোখে কালো প্যাচ পরে নিজের একটি ছবিও এক্সে (সাবেক টুইটার) পোস্ট করেন শলৎজ। লিখেছিলেন, ‘আপনাদের শুভেচ্ছার জন্য ধন্যবাদ। যতটা না খারাপ হয়েছে, তার থেকে দেখতে বেশি খারাপ লাগছে।’ তার এই ছবি দেখে যে ঠাট্টা, পরিহাস হতে পারে, তা-ও আগাম আঁচ করে নিয়েছেন শলৎজ। তবে সেজন্য তিনি এতটুকু বিরক্ত নন। এই প্রসঙ্গে তিনি লেখেন, ‘মিম দেখার জন্য মুখিয়ে রয়েছি।’ এএফপি

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম