Logo
Logo
×

আন্তর্জাতিক

জি-২০ সম্মেলনে ফার্স্টলেডিদের যেসব উপহার দেবেন মোদি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০১:১৬ পিএম

জি-২০ সম্মেলনে ফার্স্টলেডিদের যেসব উপহার দেবেন মোদি

ফাইল ছবি

জি-২০ সম্মেলনে বিশেষ উপহার দেওয়া হবে রাষ্ট্রপ্রধানদের স্ত্রী অর্থাৎ নিমন্ত্রিত দেশের ফার্স্টলেডিদের। এ উপহারের তালিকায় আছে দেশের নানা প্রান্ত থেকে সংগৃহীত বিশেষ রকমের শিল্পকর্ম।

বিভিন্ন দেশের ফার্স্টলেডিদের এ দিন দেওয়া হবে তেলেঙ্গানার একটি চেরিয়াল স্ক্রোল পেন্টিং। এর সঙ্গে থাকবে একটি হাতে বোনা তসর সিল্কের স্টোল ও ছত্তিশগড়ের শিল্পীদের তৈরি বেল মেটালের নারীমূর্তি।

জি-২০ সম্মেলন উপলক্ষ্যে বিভিন্ন দেশের ফার্স্টলেডিদের ভ্রমণসূচি বেশ লম্বা। এ তালিকায় রয়েছে পুসার ইন্ডিয়ান অ্যাগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট। সেখানে যাওয়ার পরেই তাদের হাতে তুলে দেওয়া হবে উপহার।

একটি বিশেষ কারুকাজ করা ব্যাগের ভেতর থাকবে উপহারগুলো। সেই ব্যাগই তুলে দেওয়া হবে ফার্স্টলেডিদের হাতে।

আজ ভ্রমণসূচিতে রয়েছে পুসার ইনস্টিটিউটে যাওয়ার কথা তাদের। ফলে আজই তুলে দেওয়া হবে এ উপহারগুলো।

তবে শুধু এই প্রতিষ্ঠান নয়, এর পাশাপাশি ন্যাশনাল গ্যালারি অব মডার্ন আর্ট ও রাজঘাটেও যাবেন ফার্স্টলেডিরা। সেখানেও রয়েছে বিদেশি অতিথি অভ্যাগতদের জন্য বিশেষ রকমের আয়োজন।
নাম প্রকাশে অনিচ্ছুক ইন্ডিয়ান অ্যাগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, তেলেঙ্গানার চেরিয়াল স্ক্রোল পেন্টিং বহু পুরনো লোকশিল্প। এই বিশেষ শিল্পে কাপড়ের ওপর পুরাণ কাহিনি ঘিরে নানা ছবি আঁকা হয়। পুরাণের বিভিন্ন কাহিনি বর্ণনাই এই পেন্টিংয়ের প্রধান কাজ।

অন্যদিকে তসর সিল্কের বিশেষ স্টোলের সঙ্গেও জড়িয়ে আছে ইতিহাস। ছত্তিশগড়ের শালবন থেকে কাঁচামাল সংগ্ৰহ করে দক্ষ কারিগরদের সাহায্যে বোনা হয়েছে এই বিশেষ স্টোল।
এ ছাড়া ছত্তিশগড়ের দক্ষ কারিগরদের হাতেই তৈরি হয়েছে বেল মেটালের নারীমূর্তি। লোকশিল্পীদের হাতে তৈরি শিল্পই উপহার পাবেন অতিথি দেশগুলোর ফার্স্টলেডিরা।

প্রসঙ্গত, শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বিশ্বের উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর জোট জি-২০ শীর্ষ সম্মেলন। এদিন রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে সম্মেলনস্থল ‘ভারত মান্দাপাতামে’ বিশ্বনেতাদের স্বাগত জানান নরেন্দ্র মোদি।

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম