মায়ের ওপর নিষেধাজ্ঞা, যুক্তরাষ্ট্রকে যে হুমকি রমজান কাদিরভের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫৮ পিএম
মায়ের ওপর নিষেধাজ্ঞা দেওয়ায় ক্ষেপেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ বন্ধু চেচেন নেতা রমজান কাদিরভ। যুক্তরাষ্ট্রকে অবিলম্বে এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি। রমজান কাদিরভ বলেন, ‘আমি এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। দ্রুত নিষেধাজ্ঞা তুলে নিন। যুক্তরাষ্ট্র যদি এ সিদ্ধান্ত বহাল রাখে, তবে আমরা বসে থাকব না। তাদের সব গোপন পরিকল্পনা ফাঁস করে দেব।’
বৃহস্পতিবার এক ভিডিওবার্তায় যুক্তরাষ্ট্রকে এ হুমকি দিয়েছেন তিনি।
রমজান কাদিরভ বলেন, ‘মাকে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করেছে ওয়াশিংটন। ইচ্ছাকৃতভাবে এ নিষেধাজ্ঞা দিয়েছে তারা।’
আরও পড়ুন: পালটা হামলার বিষয়ে এবার রাশিয়াকে যে হুশিয়ারি দিল ইউক্রেন
ইউক্রেনের শিশুদের জোরপূর্বক রাশিয়ায় স্থানান্তরের দায়ে ২৪ আগস্ট রমজান কাদিরভের মায়ের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করছে বাইডেন প্রশাসন। ওয়াশিংটনের দাবি, ইউক্রেনের রাশিয়া অধিকৃত অঞ্চল থেকে শিশুদের জোরপূর্বক রাশিয়ায় নিয়ে যাওয়া হচ্ছে। এই কাজে জড়িত সবার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
চেচেন প্রজাতন্ত্রের গ্রোজনির ক্যাম্পের বাইরে ইউক্রেনীয় শিশুদের ‘পুনঃশিক্ষা’ প্রদান করে থাকে কাদিরভ পরিবার।
রুশ রাজনীতিবিদ রমজান কাদিরভ চেচেন প্রজাতন্ত্রের বর্তমান প্রধান এবং রুশ সামরিক বাহিনীর কর্নেল জেনারেল। চেচেন স্বাধীনতা আন্দোলনে শক্ত ভূমিকা ছিল তার।
After Kadyrov's mother appeared on the US sanctions lists, he moved on to direct threats:
— Anton Gerashchenko (@Gerashchenko_en) August 31, 2023
"Well, this only unties our hands. If the States have legitimized such criminal methods for themselves, then we will not limit ourselves by any boundaries.
The first and second Chechen… pic.twitter.com/P7wamaWxCu