Logo
Logo
×

আন্তর্জাতিক

ওয়াগনার বাহিনী নিঃশেষ হয়ে গেছে: পেন্টাগন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৯ পিএম

ওয়াগনার বাহিনী নিঃশেষ হয়ে গেছে: পেন্টাগন

রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনার বাহিনী সম্পূর্ণভাবে নিঃশেষ হয়ে গেছে। বৃহস্পতিবার এমন মন্তব্য করেছে পেন্টাগন। ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের মৃত্যুর পর এ মন্তব্য করল যুক্তরাষ্ট্র। 

এক সংবাদ সম্মেলনে পেন্টাগনের মুখপাত্র ব্রিগ্রেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডারকে ওয়াগনার বাহিনী ও উত্তর কোরিয়ার অস্ত্র চুক্তির সত্যতার বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, সবচেয়ে বড় বিষয় হচ্ছে ওয়াগনার গ্রুপই সম্পূর্ণভাবে নিঃশেষ হয়ে গেছে।

প্যাট্রিক রাইডার আরো বলেন, ইউক্রেন যুদ্ধে সবচেয়ে ভয়ংকর যুদ্ধা ছিল ওয়াগনার বাহিনী। তবে তারা এখন আর যুদ্ধের ময়দানে নেই। 

গত সপ্তাহে সন্ধ্যায় রাশিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১০ জন নিহত হয়েছিলেন। সেই উড়োজাহাজের যাত্রীদের তালিকায় প্রিগোজিনের নামও ছিল।

নিহতদের ডিএনএ পরীক্ষায় প্রিগোজিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে রোববার রাশিয়ার কর্মকর্তারা নিশ্চিত করেছেন। তদন্ত কমিটি বলেছে, নিহত ১০ জনেরই পরিচয় শনাক্ত হয়েছে। ওই ফ্লাইটের যাত্রীদের তালিকায় যাদের নাম ছিল, তাদের সঙ্গে নিহতদের মিল রয়েছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম