Logo
Logo
×

আন্তর্জাতিক

প্রিগোজিনের মৃত্যুর আগের ভিডিও প্রকাশ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৩, ০৭:৫৭ পিএম

প্রিগোজিনের মৃত্যুর আগের ভিডিও প্রকাশ

ভাড়াটে যোদ্ধা দল ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের মৃত্যুর আগের একটি সংক্ষিপ্ত ভিডিও প্রকাশিত হয়েছে। এতে দেখা যায়, মৃত্যুর আগেই নিজের জীবনঝুঁকি নিয়ে খানিকটা উদ্বিগ্ন ছিলেন তিনি। 

বৃহস্পতিবার ভিডিওটি প্রকাশ করেছে ওয়াগনার দলের সঙ্গে সম্পর্কিত টেলিগ্রাম চ্যানেল গ্রে জোন। 

ভিডিওতে প্রিগোজিন বলেন, ‘আমি বেঁচে আছি কি নেই অথবা আমি কিভাবে কী করছি তা প্রত্যেকের আলোচনার বিষয়। এখন ২০২৩ সালের আগস্টের দ্বিতীয়ার্ধে একটি সাপ্তাহিক ছুটি। আমি আফ্রিকায় আছি। সুতরাং যারা আমার ব্যক্তিগত জীবন, আমার কাজ অথবা অন্য কিছু সম্পর্কে অনুমান করতে চান তাদের জন্য বলতে চাই, সবকিছু ঠিক আছে।’ 

একটি চলন্ত গাড়িতে ভিডিওটি ধারণ করা হয়েছে। যদিও গার্ডিয়ান ভিডিওটির অবস্থান অথবা সঠিক তারিখ যাচাই করতে পারেনি। তবে ভিডিও প্রকাশিত ক্লিপে প্রিগোজিনের ছদ্মবেশী পোশাক ও টুপি ২১ আগস্ট প্রকাশিত একটি পৃথক ভিডিওর চেহারার সঙ্গে মিলে যায়।  

২১ আগস্টের ভিডিও আফ্রিকায় ধারণ হয়েছিল বলে জানা যায়। আর প্রিগোজিনের বলা ‘আগস্টের দ্বিতীয়ার্ধের ছুটির দিন’ থেকে বোঝা যায় ক্লিপটি অবশ্যই তার মৃত্যুর কয়েক দিন আগে ১৯ অথবা ২০ আগস্ট ধারণকৃত। 

নিজের নিরাপত্তা নিয়ে সবসময় তটস্থ থাকতেন প্রিগোজিন। ঝুঁকি এড়াতে প্রায়ই বডি ডাবলস আর  ছদ্মবেশ ব্যবহার করতেন।
 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম